মুম্বই : 'যুগ যুগ জিও'-র সেটে কোরোনায় আক্রান্ত হয়েছেন নীতু কাপুর । এই খবর কমবেশি সকলের জানা হয়ে গেছে । তবে এই প্রথম নীতু নিজের অফিশিয়ালি জানালেন তাঁর অসুস্থতার কথা ।
নীতু জানিয়েছেন যে এই সপ্তাহের শুরুতে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এসেছে । তবে যাবতীয় সতর্কবিধি মেনে চলছেন তিনি । ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন নীতু ।