মুম্বই : নীনা গুপ্ত আপাতত মুম্বই শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোলে কোয়ারেন্টাইনে রয়েছেন । কিন্তু, মুম্বইকে খুব মিস করছেন তিনি । অভিনয়ে ফেরার জন্য ছটফট করছেন । সেই অস্থিরতা থেকেই একটা সোশাল মিডিয়া পোস্ট করেছেন অভিনেত্রী ।
নীনার আশঙ্কা, লকডাউনের পর মুম্বই ফিরলে কাজ পাওয়া খুব একটা সহজ হবে না । তখন হয়তো রাস্তায় তাঁকে কাজের জন্য গলা ছেড়ে বলতে হবে, "অভিনয় করিয়ে নাও, ছোটো কোনও রোল দিয়ে দাও.."