মুম্বই : বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে অনেক কষ্ট পেতে হবে, তাই সেই জটিলতার মধ্যে কোনও মহিলাকে যেতে বারণ করলেন নীনা গুপ্ত । তিনি নিজে এক সময়ে যে যন্ত্রণার মধ্য়ে দিয়ে গেছেন, সেই যন্ত্রণা যাতে আর কাউকে সহ্য করতে না হয়,পরামর্শ দিলেন অভিনেত্রী ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন নীনা । সেখানে তিনি এক বাস্তব ও যন্ত্রণাদায়ক পরিস্থিতির কথা তুলে ধরেছেন । কোনও বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ালে, সাধারণত পরপর কী কী ঘটতে থাকে তার একটা পূর্বাভাস দিয়েছেন তিনি ।