মুম্বই : খাতায় কলমে 61 বছর বয়স নীনা গুপ্তার । তবে বয়সটা মোটে পছন্দ নয় অভিনেত্রীর । গুগলকে তাই বয়স কম করে লেখার অনুরোধ করে বসলেন নীনা ।
সম্প্রতি নতুন হেয়ারকাট করিয়েছেন নীনা । ছোটো চুলে তাঁকে সত্যিই অনেকটা কম বয়সী মনে হচ্ছে । কিন্তু, গুগল সেই কথা মানবে কেন ? তাই গুগলকে অনুরোধ করে নীনা লিখেছেন, "এবার তো আমার বয়স কম করে লেখ গুগল..."