পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সোশাল মিডিয়ায় সহকর্মীর খোঁজ নীনার, উত্তর দিলেন ভক্তরা - Neena Gupta latest news

ইনস্টাগ্রামে নিজের সহকর্মী নিখিল ভগতের খোঁজ করলেন নীনা গুপ্ত। সঠিক মানুষকে খুঁজে দিলেন ভক্তরা।

Neena Gupta about her co-actor

By

Published : Oct 17, 2019, 8:22 AM IST

Updated : Oct 17, 2019, 12:52 PM IST

মুম্বই :1985 সালে শ্যাম বেনেগালের 'ত্রিকাল' ছবিতে নীনা গুপ্ত, সোনি রাজদান, নাসিরুদ্দিন শাহের মতো অভিনেতাদের সঙ্গে ছিলেন নিখিল ভগত নামে এক অভিনেতা। সোশাল মিডিয়ায় নিখিলের সঙ্গে একটি ছবি শেয়ার করে তাঁর খবর জানতে চাইলেন নীনা।

নীনা লিখেছেন, "ত্রিকাল ছবিতে আমি আর নিখিল। তুমি কোথায় নিখিল? তোমায় এখন কেমন দেখতে?" সাদা-কালো ছবিতে যুবতী নীনার সঙ্গে যুবক নিখিলকে মানিয়েছে বেশ।

সোশাল মিডিয়া ইউজ়ারদের মধ্যে থেকে কেউ কেউ উত্তর দিলেন এখন কোথায় আছেন নিখিল। ইমতিয়াজ় আলি পরিচালিত 'তামাশা' ছবিতে দীপিকা পাড়ুকোনের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছিলেন প্রকাশ ঝায়ের 'হিপ হিপ হুররে' ছবিতেও।

সোশাল মিডিয়া ব্যবহারকারীর উত্তর
সোশাল মিডিয়া ব্যবহারকারীর উত্তর
দীপিকার সঙ্গে নিখিল। ছবি সংগৃহীত

শ্যাম বেনেগালের 'ত্রিকাল' ছবিটি দু'টো জাতীয় পুরস্কার পায়। সেরা পরিচালক হিসেবে একটি পুরস্কার পান শ্যাম বেনেগাল আর অন্যটি সেরা পোশাক ডিজ়াইনের জন্য পান সাবা জ়য়েদি।

Last Updated : Oct 17, 2019, 12:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details