পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বলিউডের নতুন জুটি... - neena gupta and Kalki Koechlin work together

একদিকে নীনা গুপ্ত আর অন্যদিকে কালকি কেঁকলা । অভিনয়ের দুই পাওয়ার হাউজ়কে একসঙ্গে নিয়ে আসছে 'গোল্ডফিশ' ।

neena gupta and Kalki Koechlin work together
neena gupta and Kalki Koechlin work together

By

Published : Dec 3, 2020, 1:27 PM IST

মুম্বই : হিরো-হিরোইনের প্রেম, পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে বেশ কয়েকবছর আগেই সাবালক হয়েছে বলিউডের ফিল্ম কনটেন্ট । এমন অনেক বিষয় নিয়ে ছবি তৈরি হচ্ছে যা আগে কল্পনা করা হয়নি । কাস্টিংয়েও আসছে নতুন নতুন চমক । এবার ছবি তৈরি হবে নীনা গুপ্ত এবং কালকি কেঁকলাকে নিয়ে ।

নীনা ও কালকি দু'জনেই প্রতিষ্ঠিত অভিনেত্রী । তবে তাঁদের একসঙ্গে দেখার সৌভাগ্য হয়নি দর্শকের । এবার সেটাই হতে চলেছে । 'গোল্ডফিশ' নামে এক আন্তর্জাতিক প্রজেক্টে একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন নীনা ও কালকি ।

কালকি নিজেই এই খবরটি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । লিখেছেন, "গোল্ডফিশ-কে নিয়ে খুব এক্সাইটেড । নীনা গুপ্ত...এমন একজন অভিনেত্রী যাঁর কাজ আমি বরাবর পছন্দ করে এসেছি । তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করতে পারব ভেবেই আপ্লুত ।"

একই অনুভূতি নীনারও । শুটিং শুরু করার তর সইছে না যেন দুই অভিনেত্রীর । দেখে নিন তাঁর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details