মুম্বই : হিরো-হিরোইনের প্রেম, পারিবারিক প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে বেশ কয়েকবছর আগেই সাবালক হয়েছে বলিউডের ফিল্ম কনটেন্ট । এমন অনেক বিষয় নিয়ে ছবি তৈরি হচ্ছে যা আগে কল্পনা করা হয়নি । কাস্টিংয়েও আসছে নতুন নতুন চমক । এবার ছবি তৈরি হবে নীনা গুপ্ত এবং কালকি কেঁকলাকে নিয়ে ।
নীনা ও কালকি দু'জনেই প্রতিষ্ঠিত অভিনেত্রী । তবে তাঁদের একসঙ্গে দেখার সৌভাগ্য হয়নি দর্শকের । এবার সেটাই হতে চলেছে । 'গোল্ডফিশ' নামে এক আন্তর্জাতিক প্রজেক্টে একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন নীনা ও কালকি ।