দিল্লি : এবার মহেশ ভাট, মৌনি রয়, উর্বশী রাউটেলা, রণবিজয় সিং, এশা গুপ্ত ও প্রিন্স নারুলাকে নোটিশ পাঠাল জাতীয় মহিলা কমিশন । 18 অগাস্ট সকাল সাড়ে 11 টার মধ্যে জাতীয় মহিলা কমিশনের অফিসে তাঁদের দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে ।
আএমজি ভেঞ্চার্স নামে একটি মডেলিং কম্পানি রয়েছে সানি বর্মার । অভিযোগ, কাজের সুযোগ দেওয়ার নাম করে একাধিক মহিলার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়েছে এই সংস্থা । জাতীয় মহিলা কমিশনের কাছে এই সংক্রান্ত অভিযোগ দায়ের করে পিপল এগেনস্ট রেপস ইন ইন্ডিয়ার (PARI)-র প্রতিষ্ঠাতা যোগিতা ভয়না । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে জাতীয় মহিলা কমিশন ।
এদিকে ওই কম্পানির হয়ে বিভিন্ন সময় প্রচার করতে দেখা গিয়েছে মহেশ ভাট, মৌনি রয়, উর্বশী রাউটেলা, এশা গুপ্ত, রণবিজয় সিং, সোনু সুদ ও প্রিন্স নারুলাকে । আর সেই কারণেই জাতীয় মহিলা কমিশনের তরফে আজ তলব করা হয়েছিল এই সব তারকাদের । এদিকে তলব করা হলেও কমিশনের অফিসে হাজিরা দেননি এই তারকারা । আর সেই কারণেই এবার নোটিশ পাঠিয়েছে কমিশন ।
তবে বাকি তারকাদের নোটিশ পাঠানো হলেও সোনু সুদের কাছে নোটিশ পাঠানো হয় বলেই জানা গিয়েছে । এর কারণ হিসেবে কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বলেন, "তলব করার সঙ্গে সঙ্গেই তার উত্তর দেন সোনু । কম্পানির সঙ্গে তাঁর যে সম্পর্ক রয়েছে সেটা আমাদের জানিয়েছেন তিনি । আর সেই কারণেই তাঁকে কোনও নোটিশ পাঠানো হয়নি । এই তদন্তে আমাদের সহযোগিতা করেছেন তিনি ।"
নোটিশে 18 অগাস্ট সকাল সাড়ে 11টার মধ্যে কমিশনের অফিসে দেখা করতে বলা হয়েছে তারকাদের । এরপরও যদি তাঁরা দেখা না করেন তাহলে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও টুইটারে জানান রেখা শর্মা ।