পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'গুঞ্জন সাক্সেনা'-র নির্মাতাদের ক্ষমা চাইতে ও স্ক্রিনিং বন্ধ করতে হবে : NCW

'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল' ছবিতে ভারতীয় বায়ুসেনাকে নেতিবাচক ভাবে দেখানো হয়েছে । এই দাবি তুলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, নেটফ্লিক্স ও ধর্মা প্রোডাকশনসকে চিঠি পাঠানো হয়েছে বায়ুসেনার তরফে । আর এবার এই ছবির স্ক্রিনিং বন্ধ করার কথা বলা হল জাতীয় মহিলা কমিশনের (NCW) তরফে । এমনকী, ক্ষমা চাইতে বলা হয়েছে নির্মাতাদের ।

ে্ি
ে্ি

By

Published : Aug 14, 2020, 8:41 PM IST

দিল্লি : মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয় । সমালোচকদেরও পছন্দের তালিকায় রয়েছে ছবিটি । এত কিছুর পরও বিতর্ক দানা বাঁধল এই ছবিতে কেন্দ্র করে । এই ছবিতে ভারতীয় বায়ুসেনাকে নেতিবাচক ভাবে দেখানো হয়েছে । এই দাবি তুলে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, নেটফ্লিক্স ও ধর্মা প্রোডাকশনসকে চিঠি পাঠানো হয়েছে বায়ুসেনার তরফে । আর এবার এই ছবির স্ক্রিনিং বন্ধ করার কথা বলা হল জাতীয় মহিলা কমিশনের (NCW) তরফে । এমনকী, ক্ষমা চাইতে বলা হয়েছে নির্মাতাদের ।

ছবি মুক্তির পর থেকই শুরু হয়েছে বিতর্কটা । বায়ুসেনাতে নিজের জায়গা তৈরি করতে অনেক লড়াই করতে হয়েছিল গুঞ্জনকে । শুধুমাত্র যুদ্ধের ময়দানই নয়, তাঁকে লড়াই করতে হয়েছিল পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধেও । ছবিতে অবশ্য এই গল্পই তুলে ধরা হয়েছে ।

যদিও তা একেবারেই ঠিক নয় বলে জানানো হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে । সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, নেটফ্লিক্স ও ধর্মা প্রোডাকশনসকে চিঠি পাঠায় বায়ুসেনা । যেখানে লেখা হয়, IAF-কে সম্পূর্ণ সত্যতার সঙ্গে তুলে ধরা হবে বলে কথা দিয়েছিল ধর্মা প্রোডাকশনস । যাতে পরবর্তী প্রজন্মের IAF অফিসাররা ছবিটি দেখে উদ্বুদ্ধ হন । কিন্তু, গুঞ্জন সাক্সেনার চরিত্রকে ফুটিয়ে তুলতে গিয়ে এমন কিছু পরিস্থিতি দেখানো হয়েছে, যেখানে IAF-এর কর্মক্ষেত্রে মহিলাদের প্রতি বৈষম্যকে তুলে ধরা হয়েছে । সেটা একেবারেই সত্য নয় । আর এই জল্পনাকে আরও উসকে দেয় গুঞ্জন সাক্সেনার একটি সাক্ষাৎকার ।

কয়েকদিন আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন গুঞ্জন । সেখানে তিনি বলেছিলেন, "ভারতীয় বায়ুসেনায় আমি সব ধরনের সুবিধা পেয়েছি । কোনও বৈষম্য হয়নি ।" তার প্রেক্ষিতেই একটি টুইট করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা । তিনি লেখেন, "যদি এটা সত্যি হয়, তাহলে ছবির নির্মাতাদের ক্ষমা চাইতে হবে ও ছবির স্ক্রিনিং বন্ধ করতে হবে । এমন মিথ্যে জিনিস কেন দেখানো হবে যেখানে আমাদের বাহিনীকেই নেতিবাচক ভাবে দেখানো হয়েছে ।"

NCW চেয়ারপার্সন রেখা শর্মার টুইট

আসল গুঞ্জন সাক্সেনার উদ্দেশে আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "আসল গুঞ্জন সাক্সেনাকে সামনে এসে বিষয়টি স্পষ্ট করতে হবে । ছবিতে যে লিঙ্গ বৈষম্য তুলে ধরা হয়েছে সেটা কি সঠিক ? আমি ভাবতে পারি না যে সেনা অফিসারা এই রকম নির্বোধের মতো আচরণ করবে । অফিসার হোক বা না হোক, বাহিনীতে মহিলাদের সব সময় সম্মান দেওয়া হয় ।"

শরণ শর্মা পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছে ডিজ়নি প্লাস হটস্টারে । ছবিতে জাহ্নবী ছাড়াও রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, অঙ্গদ বেদি, ভিনিত কুমার সিং সহ আরও অনেকেই ।

ABOUT THE AUTHOR

...view details