মুম্বই : ফের সৌভিক চক্রবর্তী ও দীপেশ সাওয়ান্তকে জিজ্ঞাসাবাদ করবে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। গ্রেপ্তারের পর এখন আপাতত রায়গড়ের তালোজা সেন্ট্রাল জেলে রয়েছেন তাঁরা । সেখানেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে ।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পায় NCB । এরপরই শুরু হয় তদন্ত । মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এছাড়াও বেশ কয়েকজন মাদক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে ।