মুম্বই : রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদকের কোনও যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে NCB । এছাড়া ফারুক শেখ ওরফে ফারুক বাটাটা ও বকুল চান্ডালিয়া নামে দুই ব্যক্তির উপরেও নজর রাখছে তারা । সূত্রের খবর, ফারুক ও বকুল বলিউডে মাদক পাচারের সঙ্গে যুক্ত । তাদেরও জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা ।
তদন্তের সময় রিয়ার মোবাইল থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট পায় ED । যা থেকে মাদক পাচারের সঙ্গে তাঁর যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া যায় । এরপর 25 অগাস্ট NCB-র সঙ্গে যোগাযোগ করেন ED-র তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানান তাঁরা ।
সেই মতো 26 অগাস্ট রিয়া, তাঁর ভাই সৌভিক ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করে NCB । শুরু হয় তদন্ত । রিয়ার কলরেকর্ড খতিয়ে দেখে গোয়ার হোটেল ব্যবসায়ী গৌরব আর্যর হদিশ পান তদন্তকারীরা । তাঁদের অনুমান, রিয়াকে মাদকের যোগান দিতেন গৌরবই । ওই ব্যবসায়ীকে গতকাল এনিয়ে জিজ্ঞাসাবাদ করে ED । তারপরই গতকাল রিয়ার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয় NCB-র তরফে ।