পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"নিজের উপর আত্মবিশ্বাস ছিল", তাই লড়াই ছাড়েননি নওয়াজ - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

প্রত্যাখ্যাত হয়েছেন বহুবার । দু-তিন মিনিটের চরিত্রেও অভিনয় করেছেন । তবুও লড়াই ছাড়েননি নওয়াজুদ্দিন সিদ্দিকি । কারণ নিজের উপর আত্মবিশ্বাস ছিল তাঁর ।

nawazuddin siddiqui confident
nawazuddin siddiqui confident

By

Published : Dec 21, 2020, 3:30 PM IST

মুম্বই : প্রতিভা অনেকটা সোডার বুদবুদের মতো । যত চেপে রাখবে তত ঠেলে উপরে উঠে আসবে । 'সিক্রেট সুপারস্টার' ছবিতে আমির খানের বলা এই সংলাপ যেন উপযুক্ত নওয়াজুদ্দিন সিদ্দিকির জন্য । দশ বছর আগেও কেউ ভেবেছিল যে, এভাবে ফিনিক্স পাখির মতো উড়বেন তিনি ?

সম্প্রতি ফিল্মফেয়ার OTT অ্যাওয়ার্ডসে 'রাত আকেলি হ্যায়' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নওয়াজ । OTT প্ল্যাটফর্ম নওয়াজ ও তাঁর মতো অনেক অভিনেতার কাছে একটা নতুন দিশা খুলে দিয়েছে দর্শকের কাছে পৌঁছনোর । ভালো কনটেন্টে কাজও করতে পারছেন আর পৃথিবীব্যাপী বহু মানুষ তা দেখতেও পাচ্ছেন যখন তখন ।

তবে আজকের দিনটা দেখার জন্য অনেক স্ট্রাগল করতে হয়েছে নওয়াজকে । এমনি এমনি এই সব প্রজেক্ট পাচ্ছেন না তিনি । অভিনেতা বললেন, "প্রত্যেকদিন সকালবেলা আমি বায়োডেটা আর ছবি নিয়ে বিভিন্ন অফিসে যেতাম । রাতে ফিরে এত ক্লান্ত হয়ে যেতাম যে, ঘুমিয়ে পড়তাম ।"

একটা সময় টেলিভিশনে কাজ পাওয়ার চেষ্টাও করেছেন নওয়াজ । তবে কোনও চরিত্র পাননি । তাই সিনেমাতেই যা পেতেন লুফে নিতেন তিনি । দু-তিন মিনিটের চরিত্রেও অভিনয় করেছেন তাই ।

"আমি কোনওদিন ভাবিনি যে, এই ইন্ডাস্ট্রিতে মানিয়ে নিতে পারব, স্টার হয়ে উঠব কোনওদিন । তবে নিজের উপর আত্মবিশ্বাস ছিল । আর অভিনয় ছাড়া কিছু করতেও পারতাম না আমি । তাই এটা ছাড়া আর কিছু ভাবিনি ।", বললেন নওয়াজ ।

এই বছরে সিদ্দিকির 'রাত আকেলি হ্যায়' এবং 'সিরিয়াস মেন' এই দুটি ছবিই দারুণ প্রশংসা পেয়েছে সমালোচক আর দর্শকের দরবারে ।

ABOUT THE AUTHOR

...view details