মুম্বই : দাম্পত্য জীবনে ফাটল ধরেছে অনেকদিনই । তবে এবার যেন বিষয়টা তিক্ততার দিকে চলে যাচ্ছে দিন দিন । কথা হচ্ছে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি আর তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকিকে নিয়ে । নওয়াজ়ের বিরুদ্ধে আবার বিস্ফোরক কিছু অভিযোগ আনলেন আলিয়া ।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আলিয়া জানালেন যে, প্রথম সন্তান যখন তাঁর গর্ভে, সেই সময় অন্য মহিলাদের বাড়িতে আমন্ত্রণ জানালেন নওয়াজ় । স্ত্রীয়ের প্রেগনেন্সি নিয়ে এতটাই উদাসীন ছিলেন অভিনেতা যে, গর্ভবতী অবস্থাতেও একা গাড়ি চালিয়ে ডাক্তারের কাছে যেতেন আলিয়া ।
এমন কথাও বললেন আলিয়া, প্রসব যন্ত্রণায় তিনি যখন ছটফট করছিলেন, তখন নাকি নওয়াজ় ফোনে অন্য মহিলাদের সঙ্গে কথায় ব্যস্ত ছিলেন । যখন তিনি হাসপাতালে ভরতি ছিলেন তখন নাকি অভিনেতার বাড়িতে অন্য মহিলা থাকতে শুরু করে দিয়েছিলেন ।