পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্ত্রী প্রেগনেন্ট, বাড়িতে অন্য মহিলাদের আমন্ত্রণ জানাতেন নওয়াজ় ? - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

হ্যাঁ, এমনই অভিযোগ আনলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকি । এর আগেও নওয়াজ়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন আলিয়া, তবে এবার যেন তিনি আরও বিস্ফোরক, আরও তীক্ষ্ণ ।

Nawazuddin siddiqui cheated on her wife aaliya
Nawazuddin siddiqui cheated on her wife aaliya

By

Published : Jul 14, 2020, 9:46 PM IST

মুম্বই : দাম্পত্য জীবনে ফাটল ধরেছে অনেকদিনই । তবে এবার যেন বিষয়টা তিক্ততার দিকে চলে যাচ্ছে দিন দিন । কথা হচ্ছে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি আর তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকিকে নিয়ে । নওয়াজ়ের বিরুদ্ধে আবার বিস্ফোরক কিছু অভিযোগ আনলেন আলিয়া ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আলিয়া জানালেন যে, প্রথম সন্তান যখন তাঁর গর্ভে, সেই সময় অন্য মহিলাদের বাড়িতে আমন্ত্রণ জানালেন নওয়াজ় । স্ত্রীয়ের প্রেগনেন্সি নিয়ে এতটাই উদাসীন ছিলেন অভিনেতা যে, গর্ভবতী অবস্থাতেও একা গাড়ি চালিয়ে ডাক্তারের কাছে যেতেন আলিয়া ।

এমন কথাও বললেন আলিয়া, প্রসব যন্ত্রণায় তিনি যখন ছটফট করছিলেন, তখন নাকি নওয়াজ় ফোনে অন্য মহিলাদের সঙ্গে কথায় ব্যস্ত ছিলেন । যখন তিনি হাসপাতালে ভরতি ছিলেন তখন নাকি অভিনেতার বাড়িতে অন্য মহিলা থাকতে শুরু করে দিয়েছিলেন ।

আরও পড়ুন : প্রায় পাঁচ বছর আলাদা থাকেন নওয়াজ়ুদ্দিন-আলিয়া

বিয়ের পর নয়, বিয়ের আগে থেকেই নওয়াজ়ের এই প্রবণতার কথা জানতেন আলিয়া । একই সময় একাধিক সম্পর্কে থাকার অভ্যেস ছিল তাঁর শুরু থেকেই । কিন্তু, আলিয়া নাকি ভেবেছিলেন যে, বিয়ের পর শুধরে যাবে সবটা । কিন্তু, সে আর হল কই ? আক্ষেপ আলিয়ার ।

আলিয়া আর নওয়াজ়ুদ্দিনের দশ বছরের দাম্পত্য জীবন, রয়েছে দুই সন্তানও ।

ABOUT THE AUTHOR

...view details