মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির কাছে ডিভোর্স আর খোরপোষ চেয়ে 7 মে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আলিয়া সিদ্দিকি । কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে, সেই নোটিশের কপি নাকি পৌঁছেছে কয়েকজন সাংবাদিকদের কাছে ।
কী লেখা সেই কপিতে ? সাংবাদিকরা বলছেন যে, খোরপোষ বাবদ 30 কোটি টাকা আর 4BHK ফ্ল্যাট দাবি করেছেন আলিয়া । সেখানে এটাও লেখা রয়েছে নাকি যে, আরও 20 কোটি টাকা ও দু'টো ফিক্সড ডিপোজ়িট অ্যাকাউন্টের দাবি জানিয়েছেন আলিয়া, তাঁর দুই সন্তানের জন্য ।