পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নওয়াজ়ের থেকে 50 কোটি টাকা আর ফ্ল্যাট চেয়েছেন আলিয়া ? - aliya siddiqui on nawazuddin siddiqui

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি ও তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকির সম্পর্ক এক তীব্র তিক্ততার জায়গায় পৌঁছে গেছে । বিভিন্ন খবরে ছেয়ে যাচ্ছে সংবাদমাধ্যম । কোনটা সত্যি কোনটা মিথ্যে বোঝা দায় ।

aliya siddiqui on nawazuddin siddiqui
aliya siddiqui on nawazuddin siddiqui

By

Published : May 29, 2020, 9:54 PM IST

মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির কাছে ডিভোর্স আর খোরপোষ চেয়ে 7 মে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আলিয়া সিদ্দিকি । কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে, সেই নোটিশের কপি নাকি পৌঁছেছে কয়েকজন সাংবাদিকদের কাছে ।

কী লেখা সেই কপিতে ? সাংবাদিকরা বলছেন যে, খোরপোষ বাবদ 30 কোটি টাকা আর 4BHK ফ্ল্যাট দাবি করেছেন আলিয়া । সেখানে এটাও লেখা রয়েছে নাকি যে, আরও 20 কোটি টাকা ও দু'টো ফিক্সড ডিপোজ়িট অ্যাকাউন্টের দাবি জানিয়েছেন আলিয়া, তাঁর দুই সন্তানের জন্য ।

কতটা সত্যি এই রিপোর্ট ? জানালেন আলিয়া । নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি জানালেন যে, যদি নোটিশে এসব কিছু লেখা থাকে, তাহলে সেটি জাল নোটিশ । আর এই ভুয়ো খবর ছড়ানোর পিছনে কাউকে আড়াল করার উদ্দেশ্য রয়েছে বলেই ধারণা তাঁর ।

আলিয়ার ইঙ্গিত যে কোনদিকে, বুঝতে বাকি নেই কারও । দেখে নিন টুইট...

ABOUT THE AUTHOR

...view details