পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রিয়াকে কটাক্ষ নওয়াজ়ুদ্দিনের ভাই শমাসের, ইঙ্গিতে কি বৌদি আলিয়া ? - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

রিয়া চক্রবর্তীকে কটাক্ষ করলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির ভাই শমাস নওয়াব সিদ্দিকি । সোশাল মিডিয়ায় একটি টুইট করে রিয়াকে সুবিধাবাদীর তকমা দিলেন শমাস । কিন্তু, তাঁর ইঙ্গিত কি নওয়াজ়ের স্ত্রী আলিয়া সিদ্দিকির দিকে ?

nawazuddin siddiqui brother Shamas slammed rhea chakrabarty
nawazuddin siddiqui brother Shamas slammed rhea chakrabarty

By

Published : Jul 29, 2020, 1:37 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে রিয়া চক্রবর্তীর নাম উঠছে বারবার । তাঁর বিরুদ্ধে অনুরাগীদের ক্ষোভ বাড়ছে দিন দিন । সুশান্তের বাবা K.K.সিং সম্প্রতি FIR দায়ের করেছেন রিয়ার বিরুদ্ধে । সোশাল মিডিয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে চলছে প্রতিনিয়ত আক্রমণ । আর এমন একটা সময় রিয়ার বিরুদ্ধে কথা বললেন নওয়াজ়ের ভাই শমাস ।

শমাস লিখেছেন, "রিয়ার মতো অনেক মানুষই থাকেন, যারা শুধুমাত্র টাকার জন্য সবকিছু করতে পারেন । ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে কারও পরিশ্রম আর সম্মানকে ছোটো করতে চান । সেটা ব্যক্তিগত ব্ল্যাকমেলিং হোক বা মিডিয়া-সোশাল মিডিয়াকে ব্যবহার করে হোক.."

শমাসের এই টুইট দেখে নেটিজেনদের ধারণা তিনি বোধহয় বৌদি আলিয়া সিদ্দিকিকে উদ্দেশ্য করেই এই লেখা লিখেছেন । এর আগেও তিনি আলিয়ার বিরুদ্ধে অনেক কথা বলেছেন ।

নওয়াজ় আর আলিয়ার সম্পর্ক খুবই তিক্ততার দিকে চলে গেছে । নওয়াজ় চুপ থাকলেও আলিয়া কিন্তু সোশাল মিডিয়ার মাধ্যমে এবং মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে একের পর এক আক্রমণ করে চলেছেন স্বামীর বিরুদ্ধে । চলছে ডিভোর্সের মামলাও ।

নওয়াজ়-আলিয়া

তাই কি রিয়াকে হাতিয়ার করে বৌদিকেই কথাগুলো বললেন শমাস ? প্রশ্ন তুলছেন সোশাল মিডিয়া ইউজ়াররা ।

ABOUT THE AUTHOR

...view details