পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সিরিয়াস মেন'-এ নওয়াজ়ুদ্দিন এবার উচ্চাকাঙ্খী বাবা, মুক্তি পেল ট্রেলার - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

মুক্তি পেল 'সিরিয়াস মেন'-এর ট্রেলার । একেবারে অন্য অবতারে দেখা গেল নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিকে । মুখ্য ভূমিকায় তিনি থাকলেও গল্পের ফোকাসে এবার অন্য কেউ । এক উচ্চাকাঙ্খী বাবার চরিত্রে নওয়াজ়, আর গল্প তাঁর অনস্ক্রিন ছেলেকে নিয়ে ।

serious men trailer
serious men trailer

By

Published : Sep 18, 2020, 12:33 PM IST

মুম্বই : হঠাৎ করে যদি আপনার ঘরে এক জিনিয়াসের জন্ম হয় ? হঠাৎ করে যদি সে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় ? হঠাৎ করে যদি তাকে 'জুনিয়ার আব্দুল কালাম'-এর তকমা দিয়ে তাকে নিয়ে লোকজন রাজনীতি শুরু করে ? কী অবস্থা হবে আপনার ? সেই গল্পই বলবে 'সিরিয়াস মেন' ।

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি অভিনীত অয়ন এবং ইন্দিরা তিওয়ারি অভিনীত ওঝা মনির ছেলে এক জিনিয়াস । স্কুলে সে দিদিমণিকে প্রশ্ন করে বিপাকে ফেলে আর বাড়িতে বাবা-মাকে । এমন এক জিনিয়াস ছেলেকে হাত করে অনেকেই স্বার্থ চরিতার্থ করতে চায় । তথাকথিত 'সিরিয়াস মেন'-রা ছিনিয়ে নেয় সেই বাচ্চার স্বাভাবিক শৈশব ।

ট্রেলারের দৃশ্য

অসহায় নওয়াজ় ও ইন্দিরা কী করবে এখন ? তারা কি তাদের ছেলেকে লাইমলাইট থেকে দূরে রাখতে পারবে ? নাকি তারাও সেই লাইমলাইটের অংশ হতে চাইবে ? সেটা জানতে হলে চোখ রাখতে হবে নেটফ্লিক্সের পরদায় ।

আগামী 2 অক্টোবর নেটফ্লিক্সেই মুক্তি পাবে 'সিরিয়াস মেন' । তার আগে আজ মুক্তি পেয়ে গেল ছবির ট্রেলার । দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details