মুম্বই : হঠাৎ করে যদি আপনার ঘরে এক জিনিয়াসের জন্ম হয় ? হঠাৎ করে যদি সে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় ? হঠাৎ করে যদি তাকে 'জুনিয়ার আব্দুল কালাম'-এর তকমা দিয়ে তাকে নিয়ে লোকজন রাজনীতি শুরু করে ? কী অবস্থা হবে আপনার ? সেই গল্পই বলবে 'সিরিয়াস মেন' ।
নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি অভিনীত অয়ন এবং ইন্দিরা তিওয়ারি অভিনীত ওঝা মনির ছেলে এক জিনিয়াস । স্কুলে সে দিদিমণিকে প্রশ্ন করে বিপাকে ফেলে আর বাড়িতে বাবা-মাকে । এমন এক জিনিয়াস ছেলেকে হাত করে অনেকেই স্বার্থ চরিতার্থ করতে চায় । তথাকথিত 'সিরিয়াস মেন'-রা ছিনিয়ে নেয় সেই বাচ্চার স্বাভাবিক শৈশব ।