মুম্বই : 2020 সালে নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির দাম্পত্য জীবন নিয়ে কম জলঘোলা হয়নি । তাঁর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্ত্রী আলিয়া । পাঠিয়েছেন ডিভোর্সের নোটিস । তবে এবার হাওয়া বইছে উলটো দিশায় । 'অত্যাচারী, প্রতারক' স্বামীর কাছেই ফিরতে চাইছেন আলিয়া ।
কয়েক সপ্তাহ আগে কোরোনা আক্রান্ত হয়েছিলেন আলিয়া । বাচ্চাদের কাছে থাকতে পারেননি তিনি । সেই সময় নওয়াজই বাচ্চাদের সমস্ত দায়িত্ব নিয়েছিলেন । স্ত্রীয়ের খবরও নিয়েছেন বারবার । আর এই দেখে ভালো লেগেছে আলিয়ার ।