পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

OTT-তে মুক্তি পাচ্ছে নওয়াজ-পঙ্কজের 'আনওয়ার কা আজব কিস্সা' - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত 'আনওয়ার কা আজব কিস্সা' মুক্তি পেতে চলেছে OTT প্ল্যাটফর্মে । কে নেই এই ছবিতে ? নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি, পঙ্কজ ত্রিপাঠী, অনন্যা চ্যাটার্জি, অমৃতা চ্যাটার্জি, নিহারিকা সিং-এর মতো সব তাবড় অভিনেতাদের নিয়ে তৈরি এই ছবির ট্রেলার মুক্তি পেল।

Nawazuddin Siddiqui-Pankaj Tripathi starrer 'Anwar Ka Ajab Kissa'
Nawazuddin Siddiqui-Pankaj Tripathi starrer 'Anwar Ka Ajab Kissa'

By

Published : Nov 20, 2020, 4:46 PM IST

মুম্বই : 2013 সালে শুট করা ছবি 'আনওয়ার কা আজব কিস্সা' । তবে বিভিন্ন কারণে ছবিটি মুক্তি পায়নি । অবশেষে এল সুখবর । বুদ্ধদেব দাসগুপ্তের মতো পরিচালক, নওয়াজ-পঙ্কজ-অনন্যার মতো তাবড় অভিনেতা... আর কী চাই দর্শকের ? OTT-তে মুক্তি পেতে চলেছে ছবিটি ।

নওয়াজ এখানে এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন । এমন এক গোয়েন্দা, যে একদম অন্য চোখে সবকিছু দেখে । নিজের তৈরি কল্পনার দুনিয়ায় বিচরণ করে সে । তার কাছে সবচেয়ে বড় কেস কোনটা ? নিজেকে খোঁজা । আর এই খোঁজার জার্নিতে অনেক ইন্টারেস্টিং মানুষের সঙ্গে দেখা হয় তার । মূলত তাঁর জার্নি নিয়েই এই আজব কিস্সা ।

ছবির দৃশ্য..

নওয়াজ ছাড়াও এ ছবিতে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, আরও এক চমৎকার অভিনেতা । অমলের ভূমিকায় অভিনয় করেছেন তিনি । আর অনন্যা চট্টোপাধ্যায় রয়েছেন অমলের স্ত্রী মালিনীর চরিত্রে । অভিনয় করেছেন তাপস পালের কন্যা সোহিনী পাল ও অমৃতা চট্টোপাধ্যায় । এটি অমৃতার প্রথম সিনেমা ।

এছাড়াও রয়েছেন অভিনেত্রী নিহারিকা সিং । নওয়াজ তাঁর আত্মজীবনী 'অ্যান অর্ডিনারি লাইফ'-এ নিহারিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার কথা বলেন । পরে যদিও নিহারিকা অভিযোগ করেন যে, বইয়ের বিক্রি বাড়ানোর জন্য এটা নওয়াজের একটা ট্রিক ছিল ।

ছবির দৃশ্য..

সে যা-ই হোক, 20 নভেম্বর 'ইরস নাও'-এর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা 'আনওয়ার কা আজব কিসসা' । ইতিমধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details