পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্ত আত্মহত্যা করল ? বিশ্বাসই করতে পারছেন না নওয়াজ় - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

সুশান্ত সিং রাজপুতের মতো প্রাণবন্ত ছেলে কী করে আত্মহত্যা করতে পারে ? বুঝেই উঠতে পারছেন না নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি ।

nawazuddin remembers sushant singh rajput
nawazuddin remembers sushant singh rajput

By

Published : Aug 26, 2020, 10:23 PM IST

মুম্বই : সবাইকে চমকে দিয়ে পৃথিবী ছেড়েছেন সুশান্ত সিং রাজপুত । এখনও তাঁর মৃত্যুটা মেনে নিতে পারেননি অনেকেই । কত তরুণ-তরুণী তো শক সহ্য করতে না পেরে নিজেরাই আত্মহত্যা করে নিলেন । সত্যিটা এখনও বিশ্বাস করতে পারছেন না নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নওয়াজ় বললেন, "ফুল অফ লাইফ ছিলেন সুশান্ত । সকলের সঙ্গে কথা বলতে ভালোবাসত ও । নিজেও খুব সুন্দর করে কথা বলত । লোকে বাধ্য হত ওঁর কথা শুনতে ।"

একাধিক বার সুশান্তের সঙ্গে দেখা হয়েছে নওয়াজ়ের । স্মৃতি রোমন্থন করে তিনি বললেন, "আমাদের অনেকবার দেখা হয়েছে । আমরা একে অপরকে পছন্দ করতাম । ওঁর মধ্যে একটা পজ়িটিভিটি ছিল । সুশান্তের মতো মানুষ কী করে আত্মহত্যা করতে পারে ? এত প্রাণবন্ত, এত ক্রিয়েটিভ..."

ব্লকবাস্টার ফিল্ম করার সঙ্গে সঙ্গে 'সোনচিরিয়া' বা 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'-র মতো প্যারালাল ছবিও করেছেন সুশান্ত । প্রশংসা করলেন নওয়াজ় । একজন যোগ্য সহকর্মীকে হারিয়ে মন ভালো নেই সিদ্দিকির ।

ABOUT THE AUTHOR

...view details