মুম্বই : OTT প্ল্যাটফর্মের রমরমায় খুশি অনেকে । খুশি নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিও । তাঁর মতো অভিনেতারা যে ধরনের কাজ করেন, সেটা যোগ্য সিনেপ্রেমী মানুষদের কাছে পৌঁছে দেয় OTT । সিনেমা হল পাওয়ার সমস্যা, বক্স অফিস কালেকশনের দুশ্চিন্তা, বড় ব্যানারের ফিল্মের সঙ্গে প্রতিযোগিতা..এসবের থেকে মুক্ত হয়ে ভালো ছবি বানাতে পারেন তাঁরা । তবে এখন নওয়াজ় নিজেই OTT-র এই বাড়বাড়ন্ত দেখে একটু চিন্তিত ।
"এখন কিন্তু OTT-র উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে । এই চাপ যত বাড়বে শিল্পের মান কিন্তু পড়বে । মশালাদার বলিউড ফিল্মের থেকে আলাদা কিছু দেখানোর জন্য OTT-র জন্ম হয়েছিল । মানুষ অন্যধরনের রিয়েলিস্টিক কাজ দেখতে চেয়েছিল । কিন্তু, সেই জায়গাটা একটু যেন নড়ে গেছে ।", IANS-কে জানালেন অভিনেতা ।