পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমরা তো শিল্প নিয়ে ধান্দা করি আজকাল : নওয়াজ়ুদ্দিন - নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির খবর

OTT প্ল্যাটফর্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । তাঁর মনে হয় যে, OTT-তে খুব তাড়াতাড়ি শিল্প নিয়ে ধান্দা অর্থাৎ ব্যবসা শুরু হবে । তখন শিল্পের মান পড়বে, মশলাদার বলিউড ফিল্ম কালচারের থেকে আলাদা করা যাবে না OTT-কে, আশঙ্কা নওয়াজ়ের ।

nawazuddin siddiqui on OTT platform
nawazuddin siddiqui on OTT platform

By

Published : Nov 21, 2020, 1:55 PM IST

মুম্বই : OTT প্ল্যাটফর্মের রমরমায় খুশি অনেকে । খুশি নওয়াজ়ুদ্দিন সিদ্দিকিও । তাঁর মতো অভিনেতারা যে ধরনের কাজ করেন, সেটা যোগ্য সিনেপ্রেমী মানুষদের কাছে পৌঁছে দেয় OTT । সিনেমা হল পাওয়ার সমস্যা, বক্স অফিস কালেকশনের দুশ্চিন্তা, বড় ব্যানারের ফিল্মের সঙ্গে প্রতিযোগিতা..এসবের থেকে মুক্ত হয়ে ভালো ছবি বানাতে পারেন তাঁরা । তবে এখন নওয়াজ় নিজেই OTT-র এই বাড়বাড়ন্ত দেখে একটু চিন্তিত ।

"এখন কিন্তু OTT-র উপর অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে । এই চাপ যত বাড়বে শিল্পের মান কিন্তু পড়বে । মশালাদার বলিউড ফিল্মের থেকে আলাদা কিছু দেখানোর জন্য OTT-র জন্ম হয়েছিল । মানুষ অন্যধরনের রিয়েলিস্টিক কাজ দেখতে চেয়েছিল । কিন্তু, সেই জায়গাটা একটু যেন নড়ে গেছে ।", IANS-কে জানালেন অভিনেতা ।

.

OTT-তে মুক্তিপ্রাপ্ত সব ছবি বা সিরিজ় কিন্তু আগের মান ধরে রাখতে পারছে না । দর্শকের চাহিদা মেটাতে অনেক ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে মালিকপক্ষ, যা আদতে শিল্পের মান কমিয়ে দিচ্ছে, মত নওয়াজ়ের ।

"আমরা তো আজকাল শিল্পকে নিয়ে ধান্দা করি । OTT-তে আগে শিল্পই প্রাধান্য পেত । তবে এখন ব্যবসা শুরু হয়ে গেছে ।", চিন্তিত নওয়াজ । তাই একটা সময় এই ডিজিটাল মাধ্যমকে নিয়ে খুব আশাবাদী থাকলেও, এখন একটু মনমরা অভিনেতা ।

ABOUT THE AUTHOR

...view details