মুম্বই : লকডাউনের মধ্যেই মুম্বই থেকে উত্তরপ্রদেশে পাড়ি দিয়েছিলেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি । কিছুটা বাধ্য হয়েই গেছিলেন, কারণ তাঁর মা ছিলেন অসুস্থ । আর সেখানে গিয়ে ক্ষেতে কাজ করতে ব্যস্ত অভিনেতা ।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন নওয়াজ় । সূর্যের নিভু নিভু আলোয় সে কি মনোরম সবুজ দৃশ্য ! প্রকৃতির কাছাকাছি সুজলা সুফলা ভারতবর্ষের একটা ছোটো রূপ দেখা গেল সেই ভিডিয়োতে ।
তবে নওয়াজ় সেই ভিডিয়ো তোলেননি । কারণ তিনি নিজে সেই সবুজ ঘেরা ক্ষেতে কাজ করে উঠেছেন তখন সবে ! হাত-পা ধুয়ে নিচ্ছেন জলে ।
ক্যাপশনে নওয়াজ় লিখেছেন, "আজকের মতো কাজ শেষ হল..." দেখে নিন ভিডিয়ো ।
সাফল্য আকাশচুম্বী হলেও পা-টা মাটিতেই রেখেছেন নওয়াজ়ুদ্দিন । বাস্তব জীবনে শিকড়ের এত কাছাকাছি বলেই হয়তো পরদায় সেই মানুষগুলোর প্রতিনিধি হয়ে উঠতে কোনও সমস্য হয় না তাঁর । কারণ এই জীবন থেকেই তো সিনেমা তৈরি হয় ।