মুম্বই : মুক্তি পেল 'হাউজ়ফুল 4'-এর নতুন গান 'ভূত সং'। মিকা সিং ও ফারহাদ সামজির গাওয়া এই গানের কথা ও সুরও স্বয়ং ফারহাদের। তিনিই আবার এই ছবির পরিচালক।
এ কোন রূপে নওয়াজ়ুদ্দিন ? - হাউজ়ফুল ৪ নতুন গান
নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি মানেই গভীর ভাবনা, গম্ভীর অভিনয়, ধূসর প্রেক্ষিত। কিন্তু, সেই ইমেজ ভেঙে এ কোন রূপে নওয়াজ়?
Nawazuddin Siddiqui in dance
তবে সবথেকে নতুনত্ব হল নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির নাচ। তাঁকে এই ভূমিকায় কোনওদিন দেখা যায়নি। তাই চমকাতে বাধ্য দর্শক। অক্ষয়ের সঙ্গে সমানতালে নজর কেড়েছেন তিনি। সঙ্গে রয়েছেন কৃতি স্যানন, রীতেশ দেশমুখ, জনি লিভার প্রমুখ।
অক্ষয় নিজেও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই গানের একটি টিজ়ার। লিখেছেন, "ভয়ে লুকিয়ে পড়বেন না। শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করতে এসেছেন ভূত রাজা।"
Last Updated : Oct 16, 2019, 3:59 PM IST