মুম্বই : লকডাউনের বদ্ধ সময়ের মধ্যে মানুষ তাদের মুক্তি খুঁজে পেয়েছেন সিনেমা, গান, গল্পে । আর যাঁরা সেই দুঃসহ সময়ের মধ্যেও আমাদের এই নিরন্তর বিনোদনের সম্ভার জুগিয়ে গেছেন, কোরোনা সম্পর্কে সতর্ক করে গেছেন, সেই সব শিল্পীদের একটা স্যালুট প্রাপ্য ।
শুধু লকডাউন পিরিয়ডে নয়, তারপর চলতে থাকা কোরোনা পরিস্থিতির মধ্যেও কেউ শুটিং করেছেন, কেউ গান বেঁধেছেন, কেউ কবিতা লিখেছেন । কারণ দুনিয়াতে যা-ই হোক না কেন, শিল্পীরা বেঁচে থাকেন শিল্পের মধ্যেই । ঠিক নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির মতো ।