মুম্বই : নওয়াজ়ুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে একের পর এক নোংরা অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি । বিবাহবিচ্ছেদের মামলা করার পাশাপাশি মোটা অঙ্কের খোরপোষও দাবি করেছেন । কিন্তু, এইসব নিয়ে একটা কথাও বলেননি নওয়াজ় । তিনি আইনি পথে পদক্ষেপ নিলেও মিডিয়ার সামনে এই আলোচনাতেই জাননি ।
এরই মধ্যে নওয়াজ়ের ছবি এসেছে 'সিরিয়াস মেন' । ছবির প্রোমোশন করেছেন তিনি, অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন ছবিটিকে এত ভালোবাসার জন্য । তবে ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন মুখে এঁটেছিলেন কুলুপ । সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুললেন নওয়াজ় ।