সিনেমার ধারা বদলেছে, বদলেছে কনটেন্ট। স্টার নয়, ছবির গল্পই এখন দর্শককে হলে টানছে। সেই বদলে যাওয়া ধারার অন্যতম কাণ্ডারি নওয়াজ়ুদ্দিন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বললেন, "সিনেমার ধারায় এই পরিবর্তন এসেছে অনেক আগেই। শেখর কাপুর, অনুরাগ কাশ্যপ, রাম গোপাল বর্মা-র মতো পরিচালকরা এই পরিবর্তন এনেছেন। তাই কোনও অভিনেতাকে ক্রেডিট দেওয়ার আগে এই সমস্ত পরিচালককে আগে ক্রেডিট দেওয়া উচিৎ।"
তিনি আরও বলেন, "ছোটো শহরে গিয়ে অভিনয় করাটাও কোনও নতুন কনসেপ্ট নয়। শুধু আলাদা ব্যাপার হল এখন বড় স্টারেরাও যাচ্ছেন ছোটো শহরে শুটিং করতে। তাই আমি বলব না খুব বেশি কোনও পরিবর্তন এসেছে ছবিতে। বরং আমি আশা করব খুব তাড়াতাড়ি সেই পরিবর্তনটা আসবে।"