পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বলিউড খানেদের পাশে আছেন নওয়াজ়ুদ্দিন - Salman Khan

২০১৮ সালটা খুব একটা ভালো যায়নি বলিউড খানেদের। শাহরুখ খানের 'জ়িরো', আমির খানের 'ঠাগস অফ হিন্দোস্তান' বা সলমান খানের 'রেস ৩', কোনও ছবিই বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি। দর্শক থেকে সমালোচক, সবার কাছেই খুব খারাপ রিভিউ পেয়েছে ছবিগুলো। তবে এই সাময়িক ব্যর্থতায় কোনওভাবেই খানেদের স্টারডম মলিন হবে না, এমনটাই মনে করেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি।

নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি

By

Published : Feb 28, 2019, 11:03 PM IST

সিনেমার ধারা বদলেছে, বদলেছে কনটেন্ট। স্টার নয়, ছবির গল্পই এখন দর্শককে হলে টানছে। সেই বদলে যাওয়া ধারার অন্যতম কাণ্ডারি নওয়াজ়ুদ্দিন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি বললেন, "সিনেমার ধারায় এই পরিবর্তন এসেছে অনেক আগেই। শেখর কাপুর, অনুরাগ কাশ্যপ, রাম গোপাল বর্মা-র মতো পরিচালকরা এই পরিবর্তন এনেছেন। তাই কোনও অভিনেতাকে ক্রেডিট দেওয়ার আগে এই সমস্ত পরিচালককে আগে ক্রেডিট দেওয়া উচিৎ।"

তিনি আরও বলেন, "ছোটো শহরে গিয়ে অভিনয় করাটাও কোনও নতুন কনসেপ্ট নয়। শুধু আলাদা ব্যাপার হল এখন বড় স্টারেরাও যাচ্ছেন ছোটো শহরে শুটিং করতে। তাই আমি বলব না খুব বেশি কোনও পরিবর্তন এসেছে ছবিতে। বরং আমি আশা করব খুব তাড়াতাড়ি সেই পরিবর্তনটা আসবে।"

বলিউডে খানেদের জমানা কি শেষ হয়েছে? এই প্রশ্নের উত্তরে নওয়াজ় বললেন, "একটা ছবি ফ্লপ করলেই কি খান জমানা শেষ হয়ে গেল? এরকম হয় না।"

নওয়াজ় অভিনীত 'ফোটোগ্রাফার'-এর ট্রেলার সামনে এসেছে। সেখানেও হিরোর প্রচলিত কনসেপ্টকে ভেঙেচুড়ে দিয়েছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details