মুম্বই : দুঃসংবাদ নওয়াজ়ুদ্দিনের বাড়িতে। মাত্র 26 বছর বয়সে মারা গেলেন নওয়াজ়ুদ্দিনের বোন শ্যামা তামশি সিদ্দিকি। কী করে এই মৃত্যু?
দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন শ্যামা। প্রায় 8 বছর ধরে চলছে সেই লড়াই। 18 বছর বয়সে কর্কটরোগ ধরা পড়ে তাঁর। সেটাও বেশ অ্যাডভান্স স্টেজে। কিন্তু শুধুমাত্র মনের জোরে এতদিন লড়াই করলেন শ্যামা।
গত বছর নওয়াজ় বোনের সঙ্গে একটি ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় লিখেছিলেন, "আমার বোনের অ্যাডভান্স ব্রেস্ট ক্যানসার ধরা পড়ে 18 বছর বয়সে। কিন্তু, ইচ্ছা শক্তি ও সাহসের জোরে ও এখনও সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আজ ওর 25 তম জন্মদিন এবং ও এখনও ফাইট করে যাচ্ছে।" ডাক্তারদের অনেক ধন্যবাদও জানিয়েছিলেন নওয়াজ়।
গতকাল সেই লড়াই থেমে গেল। শোকাহত সিদ্দিকি পরিবার...