মুম্বই : দেশের অর্থনৈতিক পরিকাঠামো ঠিক রাখতে, 2024 সালের লোকসভা নির্বাচন বাতিল করা উচিত । মনে করছেন রঙ্গোলি চান্দেল ।
বছরের শুরু থেকেই দেশে থাবা বসায় কোরোনা ভাইরাস । এই আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হয় একাধিক অফিস, কারখানা, স্কুল-কলেজ ও দোকান । বন্ধ হয়ে যায় বিভিন্ন সিনেমার শুটিংও । এমনকী, বন্ধ করে দেওয়া হয় সিনেমা হলও । ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 25 মার্চ দেশজুড়ে লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সরকারি নির্দেশ অনুসারে 14 এপ্রিল লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা । সম্প্রতি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । সেখানে নাকি লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা বলেছিলেন তিনি । তারপরই বিভিন্ন রাজ্যে লকডাউনের মেয়াদ আরও দু'সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয় । এদিকে দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থনৈতিক মহলে ।