পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হিন্দু মেয়েকে বিয়ে, রত্নাকে ধর্মান্তরিত হতে দেননি নাসির

নাসিরুদ্দিন শাহ আর রত্না পাঠকের সুখী দাম্পত্য জীবন সবাইকে অনুপ্রাণিত করে । তবে আরও একটি ব্যাপার শেখার মতো । তা হল, রত্না পাঠক হিন্দু হলেও, বিয়ের পর তাঁকে ধর্মান্তরিত হতে দেননি নাসির । তিনি ভেবেছিলেন যে, তাঁদের এই সিদ্ধান্ত একটা দৃষ্টান্ত তৈরি করবে সমাজে ।

Naseeruddin Shah to wife ratna pathak
Naseeruddin Shah to wife ratna pathak

By

Published : Jan 18, 2021, 1:46 PM IST

মুম্বই : 'লাভ জিহাদ'-এর নামে দেশজুড়ে সাম্প্রদায়িক বিভেদ তৈরি হচ্ছে, অনেকদিন আগে থেকেই একথা বলে আসছেন নাসিরুদ্দিন শাহ । সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফের এক কথা বললেন অভিনেতা । পুরো বিষয়টি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ নাসির ।

তিনি বললেন, "এই দেশের মুসলিমরা পুরো হিন্দু জনসংখ্যাকে অতিক্রম করে ফেলতে পারে ? যাঁরা এটা ভাবেন, তাঁরা বোকা । এটা কীভাবে সম্ভব ? তাহলে প্রতিটি মুসলিম ঘরে প্রচুর বাচ্চার জন্ম দিতে হবে । এটা অবাস্তব ব্যাপার ।"

নাসির এটাও বলেন যে, যাঁরা 'লাভ জিহাদ' এই শব্দটির প্রবর্তন করেছেন, তাঁরা নিজেরাই জানেন না জিহাদ মানে কী ।

হিন্দু মেয়ে রত্না পাঠককে বিয়ে করেছেন নাসিরুদ্দিন । তাঁদের দুই সন্তান । নাসির বললেন, "আমরা আমাদের সন্তানদের সব ধর্মের পাঠ দিয়েছি । তবে কোনওদিন এটা বলিনি যে, ওদের ধর্ম কী । আমার আর রত্নার বিয়েটা একটা দৃষ্টান্ত তৈরি করবে ভেবেছিলাম । আমি আজও সেটাই বিশ্বাস করি ।"

রত্নাকে বিয়ের সময় নাসিরের মা তাঁকে জিজ্ঞাসা করেন, রত্না নিজের ধর্ম পরিবর্তন করবেন কি না । নাসির সরাসরি জানিয়ে দেন- না । ছেলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন মা । আর আজ নাসির-রত্নার ভরন্ত সংসার । খুব সুখে আছেন দু'জন ।

For All Latest Updates

TAGGED:

naseer

ABOUT THE AUTHOR

...view details