পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নানা পাটেকর ক্লিনচিট পাননি, গুজব ছড়ানো হচ্ছে : তনুশ্রী - Tanushree Dutta

#MeToo অভিযোগ থেকে নাকি অব্যাহতি পেয়েছিলেন নানা পাটেকর। কিন্তু, এই খবর মিথ্যে। জানালেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

তনুশ্রী দত্ত

By

Published : May 17, 2019, 11:50 AM IST

মুম্বই : ক্লিনচিট পেয়েছেন নানা পাটেকর। ঘটনার সময় থাকা প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেই এই সিদ্ধান্তে আসে পুলিশ। সম্প্রতি এমন একটি খবর সামনে আসে। তবে গোটা ঘটনাই মিথ্যে বলে এবার দাবি করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

নানা পাটেকরকে ক্লিনচিটের ঘটনায় একটি বিবৃতিতে তনুশ্রী বলেন, "একটা ভুয়ো খবর ঘোরাফেরা করছে যে পুলিশ নানা পাটেকরকে হেনস্থা মামলা থেকে ক্লিনচিট দিয়েছে। আমি এই বিষয় স্পষ্ট করতে চাই যে মুম্বই পুলিশ এমন কোনও বিবৃতি দেয়নি এবং তদন্ত এখনও চলছে বলে আমার আইনজীবী নিশ্চিত করেছেন।"

এই প্রসঙ্গে বিবৃতিতে আরও বলে হয়েছে, "নানার পক্ষ থেকে এসব বলে একটা গেম খেলার চেষ্টা করা হচ্ছে।"

সম্প্রতি খবর আসে যে নানা পাটেকরকে ক্লিনচিট দিয়েছে মুম্বই পুলিশ। ঘটনাস্থানে থাকা প্রত্যক্ষদর্শীদের বয়ানেই নাকি এই ক্লিনচিট। এরপরই তনুশ্রী প্রশ্ন করেছিলেন যে কারা এই ১৫ জন সাক্ষী তিনি জানতে চান।

ABOUT THE AUTHOR

...view details