মুম্বই : ক্লিনচিট পেয়েছেন নানা পাটেকর। ঘটনার সময় থাকা প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকেই এই সিদ্ধান্তে আসে পুলিশ। সম্প্রতি এমন একটি খবর সামনে আসে। তবে গোটা ঘটনাই মিথ্যে বলে এবার দাবি করলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।
নানা পাটেকরকে ক্লিনচিটের ঘটনায় একটি বিবৃতিতে তনুশ্রী বলেন, "একটা ভুয়ো খবর ঘোরাফেরা করছে যে পুলিশ নানা পাটেকরকে হেনস্থা মামলা থেকে ক্লিনচিট দিয়েছে। আমি এই বিষয় স্পষ্ট করতে চাই যে মুম্বই পুলিশ এমন কোনও বিবৃতি দেয়নি এবং তদন্ত এখনও চলছে বলে আমার আইনজীবী নিশ্চিত করেছেন।"