পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এখন সলমানের সঙ্গে আমার সম্পর্ক ভালো নয় : বনি কাপুর - boney relation with salman

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমান খানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মন্তব্য করলেন বনি কাপুর । আর সম্পর্ক যে একেবারেই ভালো নয় তাও জানিয়েছেন তিনি ।

্িু
ংি

By

Published : Feb 16, 2020, 4:32 PM IST

মুম্বই : সলমান খানের সঙ্গে বনি কাপুরের সম্পর্ক মোটেই ভালো নয় । এই খবরটা কানাঘুষো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল । আর এবার এ প্রসঙ্গে মন্তব্য করলেন স্বয়ং বনি নিজেই ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বনিকে তাঁর সন্তানদের সম্পর্কে প্রশ্ন করা হয় । আর অর্জুন কাপুরকে কেন তিনি অভিনেতা হিসেবে লঞ্চ করেননি সেই প্রশ্নও করা হয় । তার উত্তরে তিনি বলেন, "আসলে অর্জুন সব সময় পরিচালক হিসেবে কাজ করতে চেয়েছিল । তাতে অভিনেতা হিসেবে প্রকাশ্যে আনার কোনও পরিকল্পনা ছিল না । কিন্তু, একদিন সলমান আমায় ফোন করে অর্জুনকে অভিনেতা হিসেবে প্রকাশ্যে আনার প্রস্তাব দেয় । এরপর সলমানই তাকে অভিনয়ের জন্য তৈরি করে নেয় ।"

তখনই সলমানের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বনি বলেন, "এখন সলমানের সঙ্গে আমার সম্পর্ক একেবারেই ভালো নয় । সলমানই চেয়েছিল অর্জুন অভিনয় করুক । এর জন্য আমি তার কাছে ঋণী হয়ে থাকব ।" আসলে সলমানের সঙ্গে বনির সম্পর্ক যথেষ্ট ভালোই ছিল । এদিকে মালাইকা অরোরার সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠতার বিষয়টা মোটেই ভালোভাবে নিতে পারেননি সলমান । দাদা আরবাজ় খানের সঙ্গে মাইকার বিবাহ বিচ্ছেদের জন্য মনে মনে অর্জুনকেই দায়ি করেন তিনি । আর সেই কারণেই সলমানের সঙ্গে বনির সম্পর্ক খারাপ হয়েছে বলে অনুমান অনেকের ।

ওই সাক্ষাৎকারে বনিকে জিজ্ঞাসা করা হয়েছিল সন্তানদের মধ্যে তাঁর কাছে শ্রেষ্ঠ কে ? এর উত্তরে তিনি বলেন, "একজন বাবা হিসেবে সব সন্তানকেই আমি ভালোবাসি । খুশি সবার থেকে ছোটো । আমার হৃদয়ের আলাদা জায়গা জুড়ে রয়েছে ও । তার আরও একটা কারণ আছে । আসলে ও বাইরে পড়াশোনা করছে । আর অংশুলা ছোটো থেকেই পড়াশোনায় খুবই ভালো । কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাশ করেছে সে । চার বছরের কোর্স মাত্র তিন বছরেই শেষ করেছে । তার জন্য আমার গর্ব হয় ।"

এছাড়া জাহ্নবী কাপুরকে নিয়েও মন্তব্য করেন বনি । জাহ্নবীর প্রথম ছবি 'ধড়ক'। ছবি মুক্তির পর সমালোচনার মুখে পড়েছিলেন জাহ্নবী । সে প্রসঙ্গে বনি বলেন, "ডেবিউ ছবিতে জাহ্নবীর সঙ্গে শ্রীদেবীর অভিনয়ের তুলনা করা একেবারেই ঠিক নয় । এমনকী, ছবির শুটিং চলাকালীন মৃত্যু হয় শ্রীদেবীর । খুব খারাপ মানসিক অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাকে । সে যে ওই সময় শুটিং শেষ করে নিজেকে শক্ত করে রেখেছিল সেটাই বড় বিষয় ।"

ABOUT THE AUTHOR

...view details