পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্টার হতে চান না, ইরফানের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্য বাবিলের

ইরফান খানের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে চান তাঁর ছেলে বাবিল খান । স্টার বা তারকা হওয়ার কোনও ইচ্ছে নেই তাঁর । ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ায় এসে এমনই বললেন ইরফান-পুত্র ।

babil khan on father irrfan khan
babil khan on father irrfan khan

By

Published : Jan 25, 2021, 4:20 PM IST

মুম্বই : বাবা ইরফান খানের দৌলতে ছোটো থেকেই সিনেমার প্রতি আগ্রহ তৈরি হয়েছে বাবিলের । ভালো ছবি আর খারাপ ছবির মধ্যে ফারাকটা তিনি বেশ বুঝতে পারেন । তাই ছবি নির্বাচন এবং অভিনয়ের ক্ষেত্রে ইরফানের ছাপই থাকবে..জানালেন বাবিল ।

বাবিল বললেন, "আমি এমন কোনও ছবি করব না যেখানে শুধু নাচ করে একশো কোটি টাকার ব্যবসা করবে ছবিটি । সেক্ষেত্রে কোনও শৈল্পিক ভ্যালু থাকবে না ।"

অনেকদিন থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত বাবিল । বড় পরদায় তাঁর অভিষেক হয়নি ঠিকই, তবে তাঁর পড়াশোনা অভিনয় নিয়ে । বিদেশে একাধিক প্রজেক্টে অভিনয় করেছেন তিনি । তবে বড় পরদায় আসার পরেও তারকা হওয়ার কোনও অভিপ্রায় নেই বাবিলের । বরং বাবার ঐতিহ্যকেই এগিয়ে নিয়ে যেতে চান তিনি ।

বাবার সঙ্গে কাটানো মুহূর্ত

বাবিল বললেন, "তারকা হতে চাই না । আমার উদ্দেশ্য বাবার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া । অনেক অফার আসছে । তবে গ্র্যাজুয়েশন শেষ না করে আমি কিছু করতে চাই না ।"

বাবিল কি ইরফানের অভাবটা পূরণ করতে পারবেন ? উত্তর দেবে সময় ।

ABOUT THE AUTHOR

...view details