পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিনেমার রেশ যেন থেকে যায়... - ভূমি পেদনেকরের খবর

অনেক সময়ই সিনেমা হল থেকে বেরিয়ে দর্শকের কিছু মনে থাকে না । সিনেমার বিষয়বস্তু, সিনেমার মেকিং কোনও দাগ কাটে না দর্শকমনে । এমন সিনেমার অংশ হতে চান না ভূমি পেদনেকর । তিনি এমন ছবি করতে চান, যার একটা রেশ থেকে যাবে ।

'My films seek to leave audiences with a thought' : Bhumi Pednekar
'My films seek to leave audiences with a thought' : Bhumi Pednekar

By

Published : Nov 20, 2020, 3:55 PM IST

মুম্বই : ক্যারিয়ারের শুরু থেকেই নিজের সিনেমার চয়েজ় নিয়ে খুব সচেতন ভূমি পেদনেকর । তাঁর প্রতি ছবিতেই কোনও না কোনও মেসেজ থাকে । সবসময় সেই মেসেজ প্রকট না হলেও, সিনেমা হল থেকে বেরিয়ে দর্শকের মধ্যে একটা রেশ থেকে যায় । আর ঠিক এমনটাই চান অভিনেত্রী ।

ANI-কে ভূমি বললেন, "আমি চাই আমার ছবিগুলো দর্শককে এন্টারটেইন করুক । তবে সঙ্গে এটাও চাই যে, আমার ছবি দিয়ে দর্শকের মানসিকতা বা ভাবনার ইতিবাচক পরিবর্তন ঘটুক । সিনেমা হল থেকে তাঁরা যেন একটা রেশ নিয়ে বেরোয়, একটা ভালো ভাবনা নিয়ে বেরোয় ।"

'দম লাগাকে হাইস' হোক বা 'বালা', 'ষাঁণ্ড কি আঁখ' হোক বা 'টয়লেট : এক প্রেম কথা', ভূমি কিন্তু বিনোদনের মোড়কে অনেক সামাজিক দায়িত্ব পালন করে চলেছেন । রমকম ছবি 'পতী পত্নী ঔর ওহ'-তেও এক নারীর অধিকার নিয়ে কড়া বার্তা দিয়েছেন তিনি, এক স্বাধীনচেতা নারীর চরিত্রে অভিনয় করেছেন । এই কথাও মনে করিয়ে দিলেন অভিনেত্রী ।

.

ভূমির পরবর্তী ছবি 'দূর্গাবতী' । পুরোদমে হরর ফিল্মে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে । একা একটা ফিল্মের দায়িত্ব নিজের কাঁধে চাপিয়ে বেশ উত্তেজিত ভূমি । এর আগে তাঁর ছবিতে কোনও না কোনও হিরো থেকেছেন, এই প্রথমবার ভূমিই ছবির হিরো । তাঁর ক্যারিয়ারগ্রাফে তাঁর জ্বলজ্বলে হয়ে থাকবে 'দুর্গাবতী' ।

ABOUT THE AUTHOR

...view details