পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

স্ত্রী সহ গ্রেপ্তার 'মার্ডার ২'-র অভিনেতা প্রশান্ত নারায়ণন - mumbai

প্রতারণার মামলায় স্ত্রী সহ গ্রেপ্তার করা হল 'মার্ডার ২'-র অভিনেতা প্রশান্ত নারায়ণনকে । কেরালা পুলিশের সাত সদস্যের টিম মুম্বই থেকে তাঁদের গ্রেপ্তার করে ।

মার্ডার ২

By

Published : Sep 8, 2019, 1:22 PM IST

মুম্বই : বলিউড অভিনেতা প্রশান্ত নারায়ণনকে প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করল কেরালা পুলিশ ।

ইনস্পেক্টর এ প্রতাপ IANS-কে জানান, 50 বছর বয়সী অভিনেতা ও তাঁর বাঙালি স্ত্রী শোনাকেও মুম্বইতে গ্রেপ্তার করা হয়েছে ।

প্রতাপ বলেন, "মামলাটি প্রতারণার । থমাস প্যানিকরের প্রযোজনায় 2017-তে একটি মলয়ালম ছবিতে অভিনয় করেছিলেন নারায়ণন । ছবি তৈরির পর থেকে তাঁদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে । নারায়ণন প্যানিকরকে বলে যে, তাঁর স্ত্রীর বাবার মুম্বইয়ে একটি সংস্থা আছে, সেখানে বিনিগ করলে তাঁকে পরিচালক বানানো হবে ।"

তিনি আরও বলেন, "প্যানিকর 1.20 কোটি টাকা বিনিয়োগ করেন । পরে জানতে পারেন তাঁকে প্রতারণা করা হয়েছে । পরে তিনি অভিযোগ দায়ের করেন ।"

প্রতাপ জানান, তিনি কেরালা পুলিশের একটি সাত সদস্যের দল নিয়ে মুম্বই পৌঁছোন । তিন দিন নজরদারি শেষে তাঁরা অভিনেতাকে গ্রেপ্তার করেন । গ্রেপ্তার করার পর দু'জনকেই ট্রানজ়িট ওয়ারেন্টে কেরালায় আনা হয়েছে । থালাসেরি অ্যাডিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট 20 সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের জুডিশিয়াল রিমান্ড মঞ্জুর করেছেন ।

নারায়ণন দিল্লি থেকে পড়াশোনা শেষ করে থিয়েটার জগতে পা রাখেন । নব্বইয়ের দশকের শুরুর দিকে তিনি মুম্বইতে বাড়ি তৈরি করে । তারপর থেকে কর্মজীবনে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে ।

হিন্দি, সাউথ ইন্ডিয়ান ভাষা ও মলয়ালম সহ 50 টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন । তাঁর জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে 'শ্যাডোজ় অফ টাইম', 'মার্ডার ২' ও 'ওয়েসা ভি হোতা হ্যায় পার্ট ২' ।

ABOUT THE AUTHOR

...view details