মুম্বই : আজ একমাস হয়ে গেল সুশান্ত সিং রাজপুত পরলোকে পাড়ি দিয়েছেন । তাঁর মৃত্যুর সঙ্গে জড়িয়ে একাধিক রহস্য । আর সেই রহস্যের মোড়ক ধীরে ধীরে উন্মোচন করছে মুম্বই পুলিশ । তবে এখনও কোনও কিনারা হয়নি কোনও রহস্যেরই ।
আর এই অবস্থায় শোনা গেল যে, মুম্বই পুলিশ খুব তাড়াতাড়ি এই তদন্তে ইতি টানতে চলেছে । কারণ সুশান্তের মৃত্যু নিয়ে তাঁরা কোনও পোক্ত জবাব খুঁজে পাচ্ছে না । কারও বিরুদ্ধে কোনও জোরালো প্রমাণ খুঁজে পাচ্ছে না পুলিশ কর্তৃপক্ষ ।
তাই আগামী দু'সপ্তাহের মধ্যে কেস গোটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের । যদিও এখনও কেসের সঙ্গে জড়িত প্রতিটা মানুষকে জিজ্ঞাসাবাদ করে চলেছে মুম্বই পুলিশ, কিন্তু, আশানুরূপ কোনও সূত্র খুঁজে পাচ্ছে না তাঁরা । অন্ধকারেই অভিনেতার মৃত্যু ।