মুম্বই : কখনও মুম্বই পুলিশের জন্য হোটেল অ্যারেঞ্জ করছেন তো কখনও পাপারাৎজ়িদের অর্থনৈতিক সাহায্য করেছেন, কোরোনা মোকাবিলায় নিজের সামর্থ্য অনুযায়ী যাবতীয় সাহায্য করেছেন রোহিত শেট্টি । আর সেই জন্য পরিচালককে ধন্যবাদ জানালেন মুম্বই পুলিশ কমিশনার পরম বীর সিং ।
টুইটারের মাধ্যমে পরম বীর সিং জানিয়েছেন, "রোহিত শেট্টিকে আমাদের ধন্যবাদ । কোরোনা মোকাবিলায় আমাদের খাঁকি পরিহিত সমস্ত কর্মীদের উনি যেভাবে সমর্থন করেছেন, তার জন্য আমরা ওঁকে ধন্যবাদ জানাচ্ছি ।"