মুম্বই : 'জ়ঞ্জির'-এর ইনস্পেক্টর বিজয়কে মনে আছে? সেটা অমিতাভের ক্যারিয়ারে একটি আইকনিক চরিত্র ছিল। সেই চরিত্রের উল্লেখ করে বিগ বি-কে শুভেচ্ছা মুম্বই পুলিশের।
'ইনস্পেক্টর বিজয়'-কে স্যালুট মুম্বই পুলিশের - মুম্বই পুলিশের স্যালুট অমিতাভ বচ্চনকে
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন। তাঁকে শুভেচ্ছা মুম্বই পুলিশের।
Amitabh Bachchan Dadasaheb Phalke
মুম্বই পুলিশের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, "দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় কনগ্র্যাচুলেশন 'ইনস্পেক্টর বিজয়'-কে। আপনি প্রতি প্রজন্মের কাছে চিরযুবক, এনারজেটিক ও ইনস্পিরেশনাল আইকন, আপনাকে স্যালুট।"
দেখে নিন সেই পোস্ট...