মুম্বই : এক সময় মিটু আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল ফিল্ম ইন্ডাস্ট্রি । বলিউডে এই আন্দোলন ঢুকে পড়ে তনুশ্রী দত্তর হাত ধরে । আর এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত নিয়েও মন্তব্য করতে দেখা গেল অভিনেত্রীকে । পাশাপাশি মহারাষ্ট্র পুলিশের তদন্তের উপর ভরসা না করার কথাও বলেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে আসেন তনুশ্রী । সেখানে তিনি বলেন, "সঠিক তদন্তের জন্য মুম্বই পুলিশের উপর কখনও ভরসা করা যায় না । এই ধরনের ঘটনা খুব তাড়াতাড়ি তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে । এখন যে সবাইকে বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠানো হচ্ছে সেটা সম্পূর্ণ লোক দেখানো বিষয় । কারণ এই বিষয়টা নিয়ে এখন সবথেকে বেশি চর্চা করা হচ্ছে । এখানে CBI-এর পদক্ষেপ করা দরকার । আসলে এই ধরনের ঘটনার সঙ্গে কোনও একজন বা একটা গোষ্ঠী যুক্ত থাকে না । এর পিছনে আরও অনেক কিছুই জড়িয়ে থাকে । সেটা খুঁজে বের করা খুবই দরকার ।"