মুম্বই : 26/11 হামলার পর কেটে গেছে 12টা বছর । এর মধ্যে এই দিনটি নিয়ে অনেক সিনেমা, তথ্যচিত্র তৈরি হয়েছে । ভারতের ইতিহাসে 26/11 একটা ডি-ডে বলা যেতে পারে । তবে আমরা কখনও সেখানকার ডাক্তারদের অবস্থার কথা জানতে পারিনি । তাঁরা কী পরিস্থিতির মধ্যে চিকিৎসা চালিয়ে গেছিলেন তা খোঁজার চেষ্টা করিনি । এই প্রথমবার সেটাই হতে চলেছে ।
'মুম্বই ডায়রিজ় 26/11' নামে একটি ওয়েব সিরিজ়ে ফুটিয়ে তোলা হবে হামলার সময় এবং তার পরবর্তীতে একদল ডাক্তারের নিরন্তর লড়াইয়ে গল্প । সেদিনের সেই তোলপাড় করা অবস্থার মধ্যেও সেই ডাক্তাররা নিজেদের কর্তব্য পালন করে চলেছিলেন, চিকিৎসা চালিয়ে গেছিলেন । তাঁদের সাহসের গল্প বলবে 'মুম্বই ডায়রিজ়' ।