মুম্বই : নারীদের কাজ শুধুমাত্র ঘর সামলানো, বাড়ির বাইরে গিয়ে কাজ করা নয়...এমনই অবমাননাকর মন্তব্য করেন মুকেশ খান্না । তাঁর একটি পুরোনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সম্প্রতি । সেখানে স্পষ্ট ভাষায় অভিনেতা জানিয়েছেন যে, MeToo সমস্যা সেদিনই শুরু হয়েছে, যেদিন নারীরা বাড়ি ছেড়ে বাইরে কাজে গেছে ।
"মহিলাদের কাজ ঘর সামলানো । MeToo সমস্যাগুলো কোথা থেকে শুরু হল ? যখন মহিলারা বাইরে গিয়ে কাজ করতে শুরু করল । আজ নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে । তবে নারী আর পুরুষ আলাদা, তারা এক হতে পারে না ।", মন্তব্য করেছেন মুকেশ ।