পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"কারও খারাপ লাগলে দুঃখিত", 'মিটু' মন্তব্য নিয়ে বললেন মুকেশ

'মিটু' আন্দোলন নিয়ে 'বিতর্কিত' মন্তব্যের জেরে সোশাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন মুকেশ খান্না । পরে নিজের মন্তব্যের সাফাই দেন তিনি ।

asd
asd

By

Published : Nov 1, 2020, 7:29 PM IST

মুম্বই : 'মিটু' আন্দোলনের জন্য নাকি দায়ি স্বাধীনচেতা মহিলারা । সম্প্রতি এমনই মন্তব্য করেছিলেন প্রবীণ অভিনেতা মুকেশ খান্না । এদিকে এই মন্তব্যের জেরে সোশাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি । পরে অবশ্য নিজের মন্তব্যের সাফাই দেন অভিনেতা । এমনকী, সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, "আমার মন্তব্য যদি কারও খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত ।"

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুকেশের একটি ভিডিয়ো । সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, "মহিলাদের কাজ ঘর সামলানো । মিটু সমস্যাগুলো কোথা থেকে শুরু হল ? যখন মহিলারা বাইরে গিয়ে কাজ করতে শুরু করল । আজ মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলে । তবে মহিলা আর পুরুষ আলাদা, তারা এক হতে পারে না ।" এই ভিডিয়ো দেখার পরই সোশাল মিডিয়ায় নেটিজ়েনদের সমালোচনার মুখে পড়েন তিনি ।

পরে সেই মন্তব্যের সাফাই হিসেবে মুকেশ বলেন, "আমি দেখে অবাক হচ্ছি যে আমার বক্তব্যকে ভুলভাবে পরিবেশন করা হচ্ছে । বলা হচ্ছে যে আমি মহিলাদের বিরুদ্ধে । তবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি মহিলাদের আমি যে পরিমাণ সম্মান দিই সেটা হয়তো খুব কম সংখ্যক মানুষই দেন । আমি কখনওই বলিনি যে মহিলাদের বাইরে গিয়ে কাজ করা ঠিক নয় ।"

তাঁর মন্তব্যকে যাতে ভুলভাবে তুলে ধরা না হয় সেই জন্য সবার কাছে অনুরোধ করেন মুকেশ । বলেন, "এক বছর আগে ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিয়ো করেছিলাম । সেখানে আমি কখনই বলিনি যে মহিলাদের বাইরে গিয়ে কাজ করা ঠিক নয় । আমি কীভাবে এই ধরনের মন্তব্য করতে পারি এখন ? বন্ধু ও শুভাকাঙ্খিদের কাছে আমার অনুরোধ দয়া করে আমার মন্তব্যটিকে ঘুরিয়ে বা ভুলভাবে সবার কাছে পরিবেশন করবেন না ।"

মহিলাদের যথেষ্ট সম্মান করেন বলেও জানিয়েছেন এই অভিনেতা । এ প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের দেশে মহিলারা সব জয়াগাতেই সফল । সেটা প্রতিরক্ষা মন্ত্রক হোক, বা অর্থ মন্ত্রক বা বিদেশ মন্তক । অভিনয় ক্যারিয়ারেও সর্বদা মহিলাদের সম্মান করেছি । সব মহিলাদের কাছে একান্ত অনুরোধ, আমাকে মহিলা বিরোধী ভাববেন না । আমার মন্তব্য যদি কারও খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত ।"

ABOUT THE AUTHOR

...view details