পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বরুণের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী - বরুণ ধাওয়ান

'মিস্টার লেলে' ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন জাহ্নবী কাপুর । এই ছবির মাধ্যমেই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তাঁরা ।

sdf
xdf

By

Published : Dec 30, 2019, 11:30 AM IST

মুম্বই : জাহ্নবী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বরুণ ধাওয়ান । ছবির নাম 'মিস্টার লেলে'। বরুণের সঙ্গে এই ছবিতে প্রথমে অভিনয় করার কথা ছিল কিয়ারা আদবানির । কিন্তু, শুটিংয়ের দিন নিয়ে কিছু সমস্যা হওয়ায় ছবিটি না করার সিদ্ধান্ত নেন কিয়ারা । তারপর ওই চরিত্রর জন্য বলা হয় জাহ্নবীকে ।

শোনা যাচ্ছে, আরও এক অভিনেত্রীকে দেখা যাবে 'মিস্টার লেলে'-তে । আর সেই চরিত্রে অভিনয় করতে পারেন ভূমি পেদনেকর । তবে এবিষয়ে ছবি নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি । তবে খুব তাড়াতাড়ি তাঁরা এ বিষয়ে ঘোষণা করবেন বলে জানা গেছে ।

পরিচালক শশাঙ্ক খৈতানের 'ধড়ক' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন জাহ্নবী । ওই ছবি মারাঠি ব্লকবাস্টার 'সইরত'-এর রিমেক । এছাড়া 1 জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'ঘোস্ট স্টোরিজ়'। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী ।

এর পাশাপাশি 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল', 'দোস্তানা ২' ও 'রু আফজ়া'-র মতো একাধিক ছবি রয়েছে তাঁর ঝুলিতে । 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল' হল দেশের প্রথম মহিলা পাইলট গুঞ্জন সাক্সেনার বায়োপিক । সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন জাহ্নবী । 'দোস্তানা ২'-তে কার্তিক আরিয়ানের বিপরীতে ও রাজকুমার রাওয়ের সঙ্গে 'রু আফজ়া' ছবিতে অভিনয় করবেন তিনি । এছাড়া একটি তেলুগু ছবিও রয়েছে তাঁর ঝুলিতে ।

অন্যদিকে এখন আপাতত 'কুলি নম্বর ১' ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ । সেখানে সারা আলি খানের বিপরীতে অভিনয় করছেন । আর আগামী বছর 24 জানুয়ারি মুক্তি পাবে তাঁর 'স্ট্রিট ডান্সার ৩ডি' ছবিটি । বরুণ ছাড়াও ওই ছবিতে রয়েছেন শ্রদ্ধা কাপুর, নোরা ফতেহি ।

ABOUT THE AUTHOR

...view details