পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'মিস্টার ইন্ডিয়া' রিমেকের ইশুতে মতভেদ অনিল-বনির মধ্যে ? - অনিল কাপুরের খবর

'মিস্টার ইন্ডিয়া' রিমেকের ইশুতে কয়েকদিন ধরেই বেশ জলঘোলা হচ্ছে । এই বিষয়ে বনি কাপুর আর অনিল কাপুরের মধ্য়েও কি একটা মতপার্থক্য হয়েছে তৈরি হয়েছে ? উত্তর দিলেন সোনম কাপুর ।

Anil Kapoor and Boney kapoor in rift ? Anil Kapoor over Mr India
Anil Kapoor and Boney kapoor in rift ? Anil Kapoor over Mr India

By

Published : Feb 25, 2020, 11:25 AM IST

মুম্বই : 1983 সালের হিন্দি ক্লাসিক 'মিস্টার ইন্ডিয়া'-র হিরো ছিলেন অনিল কাপুর, আর দাদা বনি কাপুর ছিলেন প্রযোজক । অনিল কাপুরকে ছবির রিমেক নিয়ে কিছু না জানানো হলেও বনি কাপুরের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে রিমেক নির্মাতাদের, খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে । আর তারপর থেকেই যেন সূক্ষ্ম একটা ফাটল তৈরি হয়েছে দুই ভাইয়ের মধ্য়ে ।

ছবির দৃশ্য..

কয়েকদিন আগে অনিলের মেয়ে সোনম কাপুর সোশাল মিডিয়ায় জানান যে, তাঁর বাবাকে কিছুই জানানো হয়নি 'মিস্টার ইন্ডিয়া'-র রিমেকের ব্যাপারে । তাঁদের অগোচরেই সিকুয়েলের ঘোষণায় বেশ বিরক্ত ছিলেন কাপুর পরিবার । তবে পরিবারের সব সদস্য বোধহয় সেই তালিকায় পড়েন না । কারণ, বনি কাপুরকে এই বিষয়ে জানানো হয়েছে এবং ভাই অনিলকে কিছু না জানিয়ে সিকুয়েলের অনুমতি দিয়েছেন বনি, খবর সংবাদমাধ্যম সূত্রে ।

যদিও টেকনিকালি বনি কাপুর এই অনুমতি দিতে পারেন বলে মনে করছেন অনেকে । কারণ, যেহেতু তিনিই ছবির প্রযোজক ছিলেন তাই সমস্ত স্বত্ব তাঁর কাছেই রয়েছে । তবে সিকুয়েলে অনুমতি দেওয়ার পর কি অনিল কাপুরের সঙ্গে বনির কথা হয়েছে ? এই প্রশ্নে সোনম উত্তর দেন, "হ্যাঁ, বাবার সঙ্গে ওঁর (বনি কাপুর) সঙ্গে এই বিষয়ে কথা বলেছে । তাই আমরা জানি না যে কীভাবে ছবির ঘোষণা হয়ে গেল ।"

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 'মিস্টার ইন্ডিয়া'-র হিরোইন শ্রীদেবী নিজেও চাননি যে এই ক্লাসিক ছবির রিমেক হোক । তিনি নাকি বলেছিলেন, "এরকম ফিল্মের রিমেক হওয়া সম্ভব নয় । কারণ 'মিস্টার ইন্ডিয়া'-র মতো ছবি হয়ে যায়, তৈরি হয় না । আমরা যখন ছবিটা বানিয়েছিলাম আমরা নিজেরাই জানতাম না যে, এটা বিখ্যাত ও অবিস্মরণীয় ছবি হয়ে দাঁড়াবে ।"

ছবির পরিচালক শেখর কাপুরকেও কিছু জানানো হয়নি 'মিস্টার ইন্ডিয়া'-র রিমেক প্রসঙ্গে । সোশাল মিডিয়ার মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পরিচালক । প্রশ্ন তুলেছেন, পরিচালকের কি ছবির উপর কোনও অধিকার নেই ?

ABOUT THE AUTHOR

...view details