মুম্বই : নীল শাড়িতে বৃষ্টির মধ্যে শ্রীদেবীর নাচ। একটা ঘড়ি পরে অনিল কাপুরের গায়েব হয়ে যাওয়া। আটের দশকের শেষ দিকে আসা শেখার কাপুরের 'মিস্টার ইন্ডিয়া' আজও বলিউডের অন্যতম একটি ছবি হয়ে রয়ে গিয়েছে।
আর এবার এই ছবিরই রিমেক আসতে চলেছে বলে জোর জল্পনা শুরু হয়েছে। অনিল কাপুরের একটি টুইটই এই জল্পনা উসকে দিয়েছে।
দীর্ঘদিন পর 'মিস্টার ইন্ডিয়া'-র পরিচালক শেখর কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন অনিল। তিনি আপ্লুত। অনিল নিজের টুইটে লেখেন, "দেজা ভু-র (ইতিমধ্যেই যার অভিজ্ঞতা আছে) মতো অনুভূতি। শেখর ও আমি একটি গভীর আলোচনা করেছি নতুন কিছু করার জন্য !!! আমাদের আশা এই যে 'মিস্টার ইন্ডিয়া'-র মতো কোনও ম্যাজিক করতে পারি কি না।"