পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কীভাবে দুশ্চিন্তা মুক্ত থাকবেন ? মৌনির উত্তর... - মৌনি রায়ের খবর

এই লকডাউনে কীভাবে দুশ্চিন্তা মুক্ত থাকবেন । মৌনি জানালেন সহজ রাস্তা ।

mouni roy drives worries away
mouni roy drives worries away

By

Published : May 19, 2020, 10:48 PM IST

মুম্বই : লকডাউনে কীভাবে সব দুশ্চিন্তাকে হাওয়ায় উড়িয়ে দিতে হয়, দেখালেন মৌনি রায় । না না, তিনি দার্শনিক হয়ে ওঠেননি । সহজ উপায়ে রিল্যাক্সড থাকার কথা বলেছেন মৌনি ।

একটি বুমেরাং ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী । সেখানে তাঁকে মেকআপ আর জমকালো পোশাকে দেখা যাচ্ছে । বোঝাই যাচ্ছে কোনও শুটিং সেটে তোলা সেই ছবি । কেউ একজন মৌনিকে হাওয়া করে দিচ্ছেন ভিডিয়োতে ।

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "কফি খান, বই পড়ুন, আর নিজের সমস্যাগুলোকে ফ্যানের হাওয়ায় নেচে নেচে উড়িয়ে দিন.." মজার শোনালেও, এভাবে ভাবলে বেশ সহজ লাগে জীবনটাকে ।

দেখে নিন মৌনির পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details