পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনার আবহে আবু ধাবিতে আটকে মৌনি - মৌনি রায়ের খবর

কোরোনার আবহে আবু ধাবিতে আটকে মৌনি রায় । এখনও ঠিক নেই কবে ফিরবেন । তবে ভারতে ফেরার জন্য ছটফট করছেন অভিনেত্রী ।

Mouni Roy wants to come back to India
Mouni Roy wants to come back to India

By

Published : Jul 8, 2020, 1:59 PM IST

মুম্বই : লকডাউন আর কোরোনার প্রকোপে আবু ধাবি থেকে আর ফেরা হচ্ছে না মৌনির । অথচ দেশে মা আর ভাইয়ের কাছে আসার জন্য ছটফট করছেন অভিনেত্রী !

গেছিলেন এক বন্ধুর বাড়ি, আবু ধাবিতে । কিন্তু, সেখানে থাকাকালীনই লকডাউন হয়ে যায় । তাই এখনও ফিরতে পারেননি মৌনি । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন তিনি ।

বললেন, "আমার বন্ধু ওঁর বাবা-মা আর দুই ছেলের সঙ্গে এখানে থাকে । তাই এই মুহূর্তে আমি কোনও রিস্ক নিয়ে বাড়ি থেকে বেরোতে চাইছি না । কিছু জিনিসপত্র কিনতে দু'বারই বেরিয়েছিলাম ।"

বাড়ি ফেরার জন্য ছটফট করছেন মৌনি । বললেন, "আমার মা আর ভাই কোচবিহারে রয়েছে । ওঁদের খুব মিস করছি । ভারতে ফেরার জন্য ছটফট করছি । কিন্তু এখনও ফেরার তারিখ ঠিক করিনি ।"

.

তবে বন্ধুর সঙ্গে থেকে একটা উপকার হয়েছে মৌনির । বললেন, "আমি রান্নাঘরে ঢুকতেই চাইতাম না । কিন্তু, এখন আমি এক্সপার্ট কুক হয়ে গেছি । ডিমের কারি, বেগুন পোস্ত, ফুলকপির ডালনা, সোয়াবিনের তরকারি সব শিখে গেছি ।"

বন্ধুর সঙ্গে ভগবত গীতার অনলাইন ক্লাসেও ভরতি হয়েছেন মৌনি । বাড়ির জন্য মন খারাপটা বাদ দিলে এমনিতে ভালোই কাটছে তাঁর সময় ।

ABOUT THE AUTHOR

...view details