মুম্বই : লকডাউনের মধ্যে বাড়িতেই সময় কাটছে ভূমি পেদনেকরের । তাই এই সময়টা শুধুই বাড়িতে বসে না থেকে রান্নাও করছেন তিনি । সম্প্রতি নিজের হাতে পিৎজ়া বানান অভিনেত্রী ।
কোরোনা সংক্রমণের জেরে দেশজুরে জারি লকডাউন । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । শুটিং বন্ধ থাকায় গৃহবন্দী তাঁরা । কোনও কাজ নেই তাঁদের হাতে । এই সময়টা বাড়িতেই কাটাচ্ছেন তাঁরা । ঘরের কাজ করতেই দেখা গিয়েছে অধিকাংশ তারকাকে । কেউ ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন আবার কাউকে দেখা গিয়েছে হেঁশেলে । একই অবস্থা ভূমিরও । এই লকডাউনের মধ্যে এবার পিৎজ়া বানালেন তিনি ।
সম্প্রতি ইনস্টাগ্রামে পিৎজ়া বানানোর ভিডিয়ো শেয়ার করেন ভূমি । পিৎজ়া বানানোর জন্য কী কী উপকরণ লেগেছে তাও ভিডিয়োতে শেয়ার করেন । ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "পেদনেকর'স পিজ়ারিয়া"।