নিউ দিল্লি : জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের উপকারিতা বা উপযোগীতা প্রসঙ্গে মোদি এদিন বলেন যে, সারা পৃথিবী এখন কাশ্মীরের উপত্যকায় আসতে পারবে ছবি শুট করার জন্য। আর কোনও রাজনৈতিক বা আইনি বাধা রইল না ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য।
মোদি বলেন, "একটা সময় ছিল, যখন বলিউড চিত্রপরিচালকদের জন্য সবথেকে পছন্দের লোকেশন ছিল কাশ্মীর। অনেক ছবির শুটিং হয়েছে এই অঞ্চলে। আমি আত্মবিশ্বাসী যে ভবিষ্যতে, আন্তর্জাতিক ছবিরও শুটিং হবে এই কাশ্মীরে। সারা পৃথিবী কাশ্মীরে আসবে ছবি শুট করতে।"
পাহাড়ের কোলে ধ্যানমগ্ন মোদি... এরপর মোদির সরাসরি আবেদন, "আমি বলিউড, তেলুগু ও তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে আবেদন জানাতে চাই, তারা যেন জম্মু-কাশ্মীরে এসে ছবির শুটিং করেন।"
আরও পড়ুন : 370 ধারা প্রত্যাহারের কারণে ভারতীয় ছবিতে নিষেধাজ্ঞা জারি পাকিস্তানে !
তবে ৩৭০ ধারা প্রত্যাহারের পর একাধিক বলিউড ও দক্ষিণী ছবির ভবিষ্যৎ টালমাটাল, যেই সমস্ত ছবির শুটিং কাশ্মীরে হওয়ার কথা ছিল। 'সড়ক ২' বা 'শের শাহ'-এর মতো ছবির শুটিং বন্ধ রাখা হতে পারে বিভিন্ন সূত্রের খবর। মোদির ডাক কি সত্যিই আশ্বস্ত করতে পারবে ফিল্ম নির্মাতাদের? উত্তর দেবে সময়।
ফোটোগ্রাফিতে ব্যস্ত মোদি...