পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গণপিটুনি মহামারীর আকার নিয়েছে : স্বরা ভাস্কর

সামাজিক-রাজনৈতিক সমস্যা নিয়ে সবসময় কথা বলেন অভিনেত্রী স্বরা ভাস্কর । দেশে গণপিটুনির ঘটনা বাড়তে থাকায় তিনি বলেন, "কঠোর বাস্তব থেকে আমাদের মুখ ঘুরিয়ে রাখাটা" কঠিন ।

স্বরা ভাস্কর

By

Published : Jul 25, 2019, 11:41 AM IST

দিল্লি : দেশ জুড়ে অসহিষ্ণুতার ঘটনায় প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন 49 জন শিল্পী । তাদের এই প্রচেষ্টার প্রশংসা করে স্বারা জানান, এই সমস্যার সঙ্গে মোকাবিলার জন্য একটি শক্তিশালী আইনের প্রয়োজন ।

সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে স্বরা বলেন, "আজ দেশের মধ্যে গণপিটুনি মহামারীর আকার ধারণ করছে । আমার মনে হয় না আমরা এই কঠোর বাস্তব থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারব । এটাকে মিথ্যা বলার কোনও পয়েন্ট নেই ।"

ছবি নির্মাতা, লেখক ও গায়ক যারা এই "দুঃখজনক ঘটনা"-য় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তাঁদের প্রশংসা করেছেন স্বরা । তিনি বলেন, "সমাজে যা ঘটছে তা নিয়ে ওয়াকিবহাল রয়েছে আমাদের দেশের শিল্পী, ছবি নির্মাতা ও লেখকরা । আমি বিশ্বাস করি এটা প্রশংসনীয় ।"

এখন একটা শক্তিশালী আইনের প্রয়োজন বলেও জানান অভিনেত্রী । "বিগত তিন-চার বছর ধরে আমি গণপিটুনির সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করছি । মানব সুরক্ষা আইনের জন্যও বলেছি । কিন্তু দুঃখের বিষয় উন্নতির বদলে আরও খারাপ দিকে যাচ্ছে সব কিছু ।"

এই বিষয়ে চিন্তিত স্বরা আরও বলেন, "যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেই জেলার কর্তৃত্বদের উচিত বিষয়টিতে নজর দেওয়া । আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রীরও এই বিষয়ে নজর দেওয়ার ক্ষমতা আছে ।"

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, "তাঁরা যদি আগ্রহ হয় ক্ষতি কি । এটা খারাপ নয় । আমরা গণতন্ত্রের মধ্যে বাস করি যেখানে যেকোনও চিন্তাধারাকে স্বাগত জানানো হয় ।"

তাঁদের প্রতি নিজের সমর্থন জানিয়ে স্বরা বলেন, "গণপিটুনি অন্যায় । যারা এই বিষয়ে নিজেদের মন্তব্য জানাচ্ছেন, তাঁদের চিন্তাধারা বা আগ্রহ এখানে কোনও ব্যাপার নয় । আমি মনপ্রাণ দিয়ে এই সমস্ত শিল্পী, ছবি নির্মাতা ও মানুষ যারা এই চিঠিটি লিখেছেন তাদের সমর্থন করছি ।"

ABOUT THE AUTHOR

...view details