পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

করণের পার্টিতে ড্রাগে বুঁদ বলিউড স্টারেরা? - drug doing of Bollywood

কয়েকদিন আগেই করণ জোহরের হোস্ট করা একটি পার্টির ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা। তাঁদের চেহারা দেখে সম্প্রতি অনেকেই সন্দেহ করছেন যে, ড্রাগের নেশায় বুঁদ হয়েছিলেন তাঁরা।

করণ জোহর

By

Published : Jul 31, 2019, 2:09 PM IST

মুম্বই : বলিউডে খুবই জনপ্রিয় করণ জোহর। বেশ প্রতিপত্তিশালী তিনি এই ইন্ডাস্ট্রিতে। তাঁর ডাকে সাড়া না দিয়ে কেউই থাকেন না। ফলে করণের হোস্ট করা পার্টিতে তারকাদের উপস্থিতি ছিল নজরকাড়া। দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, মালাইকা আরোরা, অর্জুন কাপুরের মতো অভিনেতা-অভিনেত্রীরা আলো করেছিলেন সেদিনের সন্ধ্যে।

পার্টির একটি ভিডিয়ো শেয়ার করেছেন করণ। সেখানে তারকাদের চোখমুখের অবস্থা দেখে অনেকেই সন্দেহ করছেন যে, ড্রাগের নেশায় বুঁদ হয়েছিলেন তাঁরা। অভিযোগ তুলেছেন শিরোমণি আকালী দলের বিধায়ক মজিন্দর সিরসা।

ভিডিয়োটি পুনরায় শেয়ার করে মজিন্দর লিখেছেন, "কল্পনা vs বাস্তব। দেখুন বলিউডের ভগবানরা কীভাবে নিজেদের ড্রাগাসক্ত অবস্থাটা দেখিয়ে গর্ব করছে।"

যদিও অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা। তিনি একটি পোস্টে লিখেছেন, "আমার স্ত্রীও ওই সন্ধ্যায় ওখানে উপস্থিত ছিল। কেউ ড্রাগাসক্ত অবস্থায় ছিল না। মিথ্যে কথা ছড়ানো বন্ধ করুন। যাঁদের চেনেন না তাঁদের বদনাম করবেন না।"

ABOUT THE AUTHOR

...view details