পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Bob Biswas Trailer Reaction : 'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া - 'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া

দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় ওটিটিতে আসছে 'বব বিশ্বাস' । শাশ্বত নন , ঠাণ্ডা মাথার খুনির ভূমিকাতে রয়েছেন জুনিয়র বচ্চন । ফলে ট্রেলার রিলিজ হতেই দু'ভাগ টলিপাড়া ৷

Bob Biswas Trailer Reaction
'বব বিশ্বাস'-এর ট্রেলার নিয়ে দু'ভাগ টলিপাড়া

By

Published : Nov 22, 2021, 9:06 PM IST

কলকাতা, 22 নভেম্বর : মুক্তি পেয়েছে 'বব বিশ্বাস'-এর ট্রেলার । ট্রেলার মুক্তি পেতেই সাড়া পড়েছে নেট পাড়ায় । এর আগে পরিচালক সুজয় ঘোষের ‘কাহানি’ সিনেমায় ‘বব বিশ্বাস’ হয়ে ধরা দিয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় । সেই বব ছিলেন নিপাট ভাল মানুষ । ঠাণ্ডা মাথার ভাড়াটে খুনি ।

এবার সুজয় কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের পরিচালনায় ওটিটিতে আসছে 'বব বিশ্বাস' । কোনও সিনেমার চরিত্র হিসেবে নয়, এই চরিত্রকে নিয়েই তৈরি হচ্ছে গোটা একটা সিনেমা ৷ যদিও বদলে গিয়েছেন বব ৷ এবার শাশ্বত নন , ঠাণ্ডা মাথার খুনির ভূমিকাতে রয়েছেন অভিষেক বচ্চন । সেই ট্রেলার হাজির হতেই যারা শাশ্বত চট্টোপাধ্যায়কে বব হিসেবে দেখেছেন, তাঁদের মধ্যে একাংশ মেনে নিতে পারছেন না 'জুনিয়র' বচ্চনকে । কমেন্টে ভরিয়ে তুলছেন সামাজিক মাধ্যম । যদিও, নিজের ছেলেকে বব বিশ্বাসের চরিত্রে দেখে আপ্লুত 'বিগ বি' । টুইটারে লিখেছেন, "তোমাকে নিজের ছেলে বলতে আমার গর্ব হয় ।" টুইটে 'জুনিয়র বি' পালটা লিখেছেন, "তোমায় ভালবাসি বাবা। তুমি সারা জীবন আমাদের বিগ বি থাকবে ।"

মিশ্র প্রতিক্রিয়া টেলিপাড়াতেও । 'বব বিশ্বাস'-এ অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় । জুনিয়র বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি । ইটিভি ভারতকে জানিয়েছেন, অভিষেক বচ্চনের লুক এবং অভিনয় নিয়ে তিনি এক্সাইটেড ৷ জয়জিত বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘আমার কাছে বব বিশ্বাস মানে শুধুই অপুদা (শাশ্বত চ্যাটার্জি), ব্যাস ।’’ অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সাফ কথা, ‘‘সবার আগে বলব, অভিষেককে ওজন কমাতে হবে । খুব মোটা লাগছে । দ্বিতীয়ত, নতুন কিছু ওঁর থেকে পেলাম না । গড়পড়তা একইরকম ।’’

আরও পড়ুন:রজনীকান্তের রাজনীতিতে না আসার সিদ্ধান্তে "আশাহত" কমল হাসান

'বব বিশ্বাস'-এর 2 মিনিট 33 সেকেন্ডের ট্রেলারে রয়েছে টানটান উত্তেজনা, রহস্যের মোচড়ানি । এখানেও বব বিশ্বাস নিপাট শান্তশিষ্ট চেহারার মানুষ । যার মুচকি হাসিতেই লুকিয়ে থাকে খুনের ছক । আগামী 3 ডিসেম্বর ওটিটি-তে মুক্তি পাবে শাহরুখ খান, গৌরী খানের রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রযোজিত সিনেমা । রিলিজের পর শাশ্বত প্রেমীদের কাছে অভিষেক কত নম্বর পান এখন তাই দেখার ৷

ABOUT THE AUTHOR

...view details