মুম্বই : বাবা বড় অভিনেতা। তাঁকে বলিউডের সকলেই চেনেন ডিস্কো ডান্সার হিসেবে। টেলিভিশনের সৌজন্য়ে আবার এই প্রজন্মের অনেকেই তাঁকে গ্র্য়ান্ড মাস্টার হিসেবেও চেনেন অনেকে। ঠিক ধরছেন তিনি মিঠুন চক্রবর্তী। আর এবার তাঁর ছোটো ছেলে নমাশিই করতে চলেছেন বলিউড ডেবিউ।
রাজকুমার সন্তোসীর হাত ধরেই বলিউডে আসছেন মিঠুব পুত্র। ছবির নাম 'ব্যাডবয়'। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ কুরেশি।