পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডেবিউ করছেন বলিউডে, চেনেন এই স্টারকিডকে ? - bollywood

জাহ্নবী, সারা, অন্য়ন্য়ার পর এবার এই স্টারকিডের নাম জুড়তে চলেছে ডেবিউটেন্টদের তালিকায়। নাম নমাশি চক্রবর্তী। চিনতে পারলেন কী ?

স্টারকিড

By

Published : May 23, 2019, 1:59 PM IST

মুম্বই : বাবা বড় অভিনেতা। তাঁকে বলিউডের সকলেই চেনেন ডিস্কো ডান্সার হিসেবে। টেলিভিশনের সৌজন্য়ে আবার এই প্রজন্মের অনেকেই তাঁকে গ্র্য়ান্ড মাস্টার হিসেবেও চেনেন অনেকে। ঠিক ধরছেন তিনি মিঠুন চক্রবর্তী। আর এবার তাঁর ছোটো ছেলে নমাশিই করতে চলেছেন বলিউড ডেবিউ।

রাজকুমার সন্তোসীর হাত ধরেই বলিউডে আসছেন মিঠুব পুত্র। ছবির নাম 'ব্যাডবয়'। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ কুরেশি।

পোস্টার

দিনকয়েক আগেই রাজকুমার সন্তোসীর নতুন ছবির নাম ঘোষণা হয়। আজ তার কাস্টের নাম প্রকাশ্যে আনে নির্মাতারা। ছবিতে নমাশির বিপরীতে অভিনয় করবেন অমরীণ কুরেশি।

এর আগে মিঠুনের বড় ছেলে মিমো চক্রবর্তী ২০০৮ সালে বলিউড ডেবিউ করেছিলেন। তবে সেভাবে বলিউডে পাড়ি জমাতে পারেননি। এবার নমাশি বলিউডে কতটা পাড়ি জমাতে পারেন সেটাই অপেক্ষার।

ABOUT THE AUTHOR

...view details